বাজারে আসছে আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস

প্রতীক্ষার অবসান। আজই আত্মপ্রকাশ অ্যাপেল পরিবারের দুই নতুন সদস্যের। বাজারে আসছে আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই দুটি ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন। জানা গেছে নতুন আইফোনগুলিতে থাকছে অত্যাধুনিক A10 চিপ এবং সর্বাধিক ক্লক স্পিড ২দশমিক ৪ গিগা হার্তজ। জলে পড়লেও নতুন আইফোনের কোনও ক্ষতি হবে না বলেই দাবি অ্যাপেলের। আগের মডেলে ক্যামেরা সম্পর্কে বিস্তর অভিযোগ ছিল। সেজন্যই এবার উন্নততর ১২ মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে আইফোন সেভেন এবং সেভেন প্লাসে। হয়ত দ্বীপাবলির আগেই ভারতে আত্মপ্রকাশ করবে এই জোড়া আইফোন।

Updated By: Sep 7, 2016, 01:25 PM IST
বাজারে আসছে আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস

ওয়েব ডেস্ক: প্রতীক্ষার অবসান। আজই আত্মপ্রকাশ অ্যাপেল পরিবারের দুই নতুন সদস্যের। বাজারে আসছে আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই দুটি ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন। জানা গেছে নতুন আইফোনগুলিতে থাকছে অত্যাধুনিক A10 চিপ এবং সর্বাধিক ক্লক স্পিড ২দশমিক ৪ গিগা হার্তজ। জলে পড়লেও নতুন আইফোনের কোনও ক্ষতি হবে না বলেই দাবি অ্যাপেলের। আগের মডেলে ক্যামেরা সম্পর্কে বিস্তর অভিযোগ ছিল। সেজন্যই এবার উন্নততর ১২ মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে আইফোন সেভেন এবং সেভেন প্লাসে। হয়ত দ্বীপাবলির আগেই ভারতে আত্মপ্রকাশ করবে এই জোড়া আইফোন।

আরও পড়ুন আপনার কাছে এই ডকুমেন্ট থাকলেই আপনি বিনামূল্যে ফোনে কথা বলতে পারবেন

.