জিওকে টেক্কা দিতে নতুন অ্যাপ নিয়ে আসছে আইডিয়া

টেলিকম বাজারের অধিকাংশটাই দখল করে নিয়েছে রিলায়েন্স জিও। কিন্তু পিছিয়ে নেই অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও। তারাও প্রতিযোগিতায় নেমে পড়েছে। ডেটা পরিষেবার পাশাপাশি রিলায়েন্স জিও নিয়ে এসেছিল বেশ কিছু অ্যাপও। এবার সেই রাস্তাতেই হাঁটছে আইডিয়া। খুব সম্ভাবত আগামি সপ্তাহে মুভিজ, মিউজিক, টিভি, গেমস, প্রভৃতি আরও অনেক অ্যাপ নিয়ে আসছে টেলিকম অপারেটর আইডিয়া।

Updated By: Jan 27, 2017, 02:44 PM IST
জিওকে টেক্কা দিতে নতুন অ্যাপ নিয়ে আসছে আইডিয়া

ওয়েব ডেস্ক: টেলিকম বাজারের অধিকাংশটাই দখল করে নিয়েছে রিলায়েন্স জিও। কিন্তু পিছিয়ে নেই অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও। তারাও প্রতিযোগিতায় নেমে পড়েছে। ডেটা পরিষেবার পাশাপাশি রিলায়েন্স জিও নিয়ে এসেছিল বেশ কিছু অ্যাপও। এবার সেই রাস্তাতেই হাঁটছে আইডিয়া। খুব সম্ভাবত আগামি সপ্তাহে মুভিজ, মিউজিক, টিভি, গেমস, প্রভৃতি আরও অনেক অ্যাপ নিয়ে আসছে টেলিকম অপারেটর আইডিয়া।

জিও আসার পর থেকে মানুষ এখন সস্তায় ডেটা ব্যবহারের পাশাপাশি সস্তায় টিভি দেখা, সিনেমা দেখা, গান শোনা, গেম খেলা সবই করছে। এবার সেই সুবিধাই দিতে চলেছে আইডিয়া। তাই অ্যানালিস্টরা মনে করছেন যে, আইডিয়া এই পরিষেবা নিয়ে আসলে তা জিও-র জন্য বেশ কঠিন প্রতিযোগিতা হতে চলেছে।

আরও পড়ুন

মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-ডোডিগ জুটি

.