আপনার ডিজিটাল লেনদেন কীভাবে সুরক্ষিত রাখবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া। পুরনো ৫০০ ও ১০০০-এর নোট বাতিলের পর দেশে এখন নগদের আকাল। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও বেশি করে জোরালো হয়ে উঠেছে ক্যাশলেস ইকোনমির পক্ষে সরকারের সওয়াল। কেন্দ্রের যুক্তি ডিজিটাল লেনদেনের ফলে আটকানো সম্ভব হবে কালো টাকা। কিন্তু ডিজিটাল লেনদেনে কি ফাঁদ নেই? আছে। তাই ডিজিটাল লেনদেন করার আগে জেনে নিন, কীভাবে আপনি আপনার ডিজিটাল লেনদেন সুরক্ষিত রাখবেন-

Updated By: Dec 23, 2016, 03:04 PM IST
আপনার ডিজিটাল লেনদেন কীভাবে সুরক্ষিত রাখবেন

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া। পুরনো ৫০০ ও ১০০০-এর নোট বাতিলের পর দেশে এখন নগদের আকাল। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও বেশি করে জোরালো হয়ে উঠেছে ক্যাশলেস ইকোনমির পক্ষে সরকারের সওয়াল। কেন্দ্রের যুক্তি ডিজিটাল লেনদেনের ফলে আটকানো সম্ভব হবে কালো টাকা। কিন্তু ডিজিটাল লেনদেনে কি ফাঁদ নেই? আছে। তাই ডিজিটাল লেনদেন করার আগে জেনে নিন, কীভাবে আপনি আপনার ডিজিটাল লেনদেন সুরক্ষিত রাখবেন-

১) সব অ্যাকাউন্টের জন্যই একই ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

২) লেটার, নাম্বার, স্পেশাল ক্যারাকটার মিলিয়ে পাসওয়ার্ড দিন। তবেই পাসওয়ার্ড হবে স্ট্রং।

৩) ১-৩ মাস পর পর পাসওয়ার্ড বদলান।

৪) অনলাইনে শপিং, বিল পেমেন্ট ও অ্যাকাউন্ট ট্রান্সফার করার আগে অতি অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যান্টি-ভাইরাস আপডেট করা আছে কিনা দেখে নিন। স্ক্যান করুন মেশিন।

৫) বিশ্বাসযোগ্য থার্ড পার্টি সার্ভিসের সাহায্য নিতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্য ও অনলাইন লেনদেন তথ্য সুরক্ষিত রাখার জন্য।

৬) অনলাইন লেনদেনের সময় খেয়াল রাখুন, ওয়েবসাইটটি  'https' দিয়ে শুরু হচ্ছে কি না। 'S' মানে সুরক্ষিত।

৭) লেনদেন হয়ে যাওয়ার পর লগ আউট করতে ভুলবেন না।

৮) অনলাইন শপিংয়ের জন্য আপনি প্রিপেইড ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন।

৯) ওয়ান-ক্লিক বা ইজি-পে, এইধরনের অপশনের উপর ভরসা করবেন না একদম।

১০) পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে অনলাইন লেনদেন করবেন না।

১১) এমনকী কোনও ক্যাফেতে বসেও গুরুত্বপূর্ণ লেনদেন করবেন না।

১২) সফটওয়্যারে যে কোনও ছোট সমস্যাও হতে পারে হ্যাকিংয়ের সম্ভাবনা। তাই সতর্ক থাকুন। 

১৩) ওয়েবসাইটটি সঠিকভাবে এনক্রিপটেড কি না, পরীক্ষা করে দেখে নিন।

আরও পড়ুন, রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য দারুণ খবর!

.