যেভাবে দেখবেন ফেসবুকে লুকিয়ে থাকা মেসেজ
ফেসবুকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, নিজের রোজ নতুন নতুন ছবি শেয়ার করতে কে না ভালোবাসেন। কিন্তু এটা কি জানেন ফেসবুক আপনাদের অনের মেসেজ লুকিয়ে রাখে! যা আপনি দেখতে পান না। জানেন কীভাবে দেখতে পাবেন সেই সমস্ত লুকিয়ে থাকা মেসেজ?
ওয়েব ডেস্ক: ফেসবুকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, নিজের রোজ নতুন নতুন ছবি শেয়ার করতে কে না ভালোবাসেন। কিন্তু এটা কি জানেন ফেসবুক আপনাদের অনের মেসেজ লুকিয়ে রাখে! যা আপনি দেখতে পান না। জানেন কীভাবে দেখতে পাবেন সেই সমস্ত লুকিয়ে থাকা মেসেজ?
ব্যবহারকারীদের একঘেয়েমি কাটাতে ফেসবুক রোজ রোজ নতুন নতুন ফিচার্স আনছে। একের পর এক সুবিধা। আজ ফেসবুকে এটা করতে পারছেন তো কাল তার থেকে বেশি কিছু। এবার মেসেঞ্জার সার্ভিসে নতুন ফিচার্স যোগ করল ফেসবুক।
আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ফেসবুকের পুরনো মেসেজ ২টো ফোল্ডারে থাকে। একটা ইনবক্স, আর একটা আদার্স। যে সমস্ত মেসেজ দেখে ফেসবুক বোঝে যে আপনি দেখতে চান না, সেই সমস্ত মেসেজকে আদার্স বক্সে পাঠিয়ে দেয়। এবার মেসেজের জন্য 'মেসেজ রিকোয়েস্ট' নামে একটা নতুন বিকল্প আপনারা পাবেন। যেখানে অপরিচিত মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবার আপনি যদি সেই অপরিচিত মানুষটির সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক হন, তাহলে চ্যাটিং শুরু করতে পারেন। শুধু তাই নয়, এই ফিচার্সের মাধ্যমে অপরিচিত ব্যক্তিকে আপনার সঙ্গে কনভারসেশন শুরু করার আগে আপনার অনুমতি নিতে হবে।
কিন্তু কীভাবে শুরু করবেন এই ফিচার্স? ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের সেটিংসে যান। সেখানে 'people' option পাবেন। সেখানে ক্লিক করে 'message request' বেছে নিন। আপনার নতুন ফিচার্স রেডি।