ইন্টারনেট ছাড়াই করা যাবে হোয়াটসঅ্যাপ! পা দেবেন না এই ফাঁদে

কাজের মাঝে ফোনে ব্লিঙ্ক করে উঠল একটা মেসেজ। মেসেজ খুলে দেখলেন তাতে লেখা রয়েছে, এবার থেকে ইন্টারনেট ছাড়াই করতে পারবেন হোয়াটসঅ্যাপ। তার জন্য আপনাকে WhatsAppNoData.com-এ গিয়ে অ্যাড করতে হবে আপানর আরও ১২ বন্ধুর নম্বর।

Updated By: Apr 11, 2016, 05:30 PM IST
ইন্টারনেট ছাড়াই করা যাবে হোয়াটসঅ্যাপ! পা দেবেন না এই ফাঁদে

ওয়েব ডেস্ক: কাজের মাঝে ফোনে ব্লিঙ্ক করে উঠল একটা মেসেজ। মেসেজ খুলে দেখলেন তাতে লেখা রয়েছে, এবার থেকে ইন্টারনেট ছাড়াই করতে পারবেন হোয়াটসঅ্যাপ। তার জন্য আপনাকে WhatsAppNoData.com-এ গিয়ে অ্যাড করতে হবে আপানর আরও ১২ বন্ধুর নম্বর। অতি উৎসাহী হয়ে মেসেজটা পরে সঙ্গে সঙ্গেই করতে শুরু করলেন যা যা করতে বলা হয়েছে। খবরদার না। এই ভুল করেছেন কি মরেছেন।

মাঝে মাঝেই কিছু ভুয়ো ওয়েবসাইট এই ধরণের মেসেজ পাঠিয়ে মানুষকে বোকা বানানোর ফাঁদ পাতে। আর এই ফাঁদে পা দিলেই বিপদ। বিপদ শুধু আপনার নয়, আপনি যেসব পরিচিতদের নম্বর Add করেছেন তাদেরও। এগুলো স্প্যাম মেসেজ, হ্যাকারদের তথ্য চুরির নয়া ফন্দি। তাই এধরণের মেসেজ পেলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করুন। কখনই লোভে পরে মেসেজে দেওয়া Instruction ফলো করবেন না।

.