জেনে নিন ‘সস্তার বাইক’ 2018 Honda Navi-র খুঁটিনাটি

২০১৬-এ ভারতে প্রথম Honda Navi-র বিক্রি শুরু করেছিল জাপানের এই সংস্থা। এটি ওই বাইকটিরই নতুন পরিমার্জিত সংস্করণ।

Updated By: Jul 23, 2018, 03:18 PM IST
জেনে নিন ‘সস্তার বাইক’ 2018 Honda Navi-র খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি ভারতে লঞ্চ করেছে 2018 Honda Navi। ২০১৬-এ ভারতে প্রথম Honda Navi-র বিক্রি শুরু করেছিল জাপানের এই সংস্থা। এটি ওই বাইকটিরই নতুন পরিমার্জিত সংস্করণ।

2018 Honda Navi-তে ৭.৭২ bhp শক্তি বিশিষ্ট ১০৯ CC সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার হয়েছে। 2018 Honda Navi-র সামনে টেলিস্কোপিক ফর্ক রয়েছে আর বাইকের পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। 2018 Honda Navi-তে মিলবে টিউবলেস টায়ার।

আরও পড়ুন: এক নজরে নতুন Yamaha Ray ZR Street Rally-র খুঁটিনাটি

Navi

নতুন এই Honda Navi-তে ফুয়েল গেজ ও মেটাল মাফলার যুক্ত করা হয়েছে। এরই সঙ্গে একটি লাল রঙের কুশান স্প্রিং যুক্ত করা হয়েছে 2018 Honda Navi-তে। নতুন 2018 Honda Navi-র দিল্লিতে এক্স শো রুম দাম ৪৪,৭৭৫ টাকা। প্রতি মাসে ১৯৯১ টাকার ইএমআই (Equated Monthly Installment)-তেও এই বাইক কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। একাধিক নতুন ফিচারের সঙ্গেই নতুন দুটি কালার ভেরিয়েন্টে (রেঞ্জ গ্রিন ও লাদাখ ব্রাউন) পাওয়া যাবে 2018 Honda Navi।

.