চিনে জি মেল ব্লক

বলা নেই কওয়া নেই হঠাত্‍ জি মেল ব্লক করে দিল চিন। সেটা আবার জানা গেল অন্যভাবে। গুগলের দেশভিত্তিক ট্র্যান্সপারিন্সি ট্রাফিক ম্যাপে দেখা গেল চিন থেকে গত শনিবার থেকে একজনও জি মেল ব্যবহার করেননি। পরিংখ্যান দেখেই মাথায় হাত গুগল কর্তৃপক্ষের। তখনই তারা বুঝতে পারলেন চিনে জিমেল সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে। এই খবর উড়িয়ে দিয়ে কোনও বিবৃতি দেয়নি চিন সরকার।

Updated By: Dec 29, 2014, 06:10 PM IST
 চিনে জি মেল ব্লক

ওয়েব ডেস্ক: বলা নেই কওয়া নেই হঠাত্‍ জি মেল ব্লক করে দিল চিন। সেটা আবার জানা গেল অন্যভাবে। গুগলের দেশভিত্তিক ট্র্যান্সপারিন্সি ট্রাফিক ম্যাপে দেখা গেল চিন থেকে গত শনিবার থেকে একজনও জি মেল ব্যবহার করেননি। পরিংখ্যান দেখেই মাথায় হাত গুগল কর্তৃপক্ষের। তখনই তারা বুঝতে পারলেন চিনে জিমেল সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে। এই খবর উড়িয়ে দিয়ে কোনও বিবৃতি দেয়নি চিন সরকার।

 যদিও চিনের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে বিদেশি বিনোয়গকারীরা যারা বৈধভাবে দেশে ব্যবসা করছে তাদের স্বাগত। তাহলে কী জি মেল কে অবৈধ বলে ঘোষণা করা হল চিনে?উত্তর দেওয়ার কেউ নেই। শুধু খবর একটাই চিনে কোনও আত্মীয় বা বন্ধুকে জি মেলে এখন কিছু পাঠাতে যাবেন না, কারণ চিনে জি মেল এখন ব্লক । 

.