রেকর্ড: ২৫১ টাকার ফোন কিনতে সেকেন্ডে ৬ লক্ষ আবেদন

এমন এক স্মার্ট ফোন, যা সবার চাই। লঞ্চ হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি, ফ্রিডম ফোনের চাহিদা গগনচুম্বি। ২৫১ টাকার ফোন কিনতে সেকেন্ডের মধ্যেই আবেদন পড়েছে ৬ লক্ষ। এর আগে বাজারে অনেক ফোনই এসেছে। মাল্টিন্যাশনাল কোম্পানি গুলি বিভিন্ন সময়ে নিজস্ব আঙ্গিকে স্মার্ট কায়দায় স্মার্ট ফোন বাজারে নিয়ে এসছে। কিন্তু এত সস্তায় কোনও স্মার্ট ফোন পাওয়া যাবে, এমনটা কেউ আগে কখনও ভাবেনি। ২৫১ টাকায় রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ললিপপ, ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরি, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়াও আরও অনেক কিছু।

Updated By: Feb 18, 2016, 01:23 PM IST
রেকর্ড: ২৫১ টাকার ফোন কিনতে সেকেন্ডে ৬ লক্ষ আবেদন

ওয়েব ডেস্ক: এমন এক স্মার্ট ফোন, যা সবার চাই। লঞ্চ হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি, ফ্রিডম ফোনের চাহিদা গগনচুম্বি। ২৫১ টাকার ফোন কিনতে সেকেন্ডের মধ্যেই আবেদন পড়েছে ৬ লক্ষ। এর আগে বাজারে অনেক ফোনই এসেছে। মাল্টিন্যাশনাল কোম্পানি গুলি বিভিন্ন সময়ে নিজস্ব আঙ্গিকে স্মার্ট কায়দায় স্মার্ট ফোন বাজারে নিয়ে এসছে। কিন্তু এত সস্তায় কোনও স্মার্ট ফোন পাওয়া যাবে, এমনটা কেউ আগে কখনও ভাবেনি। ২৫১ টাকায় রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ললিপপ, ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরি, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়াও আরও অনেক কিছু।

ফ্রিডম ফোনের এই সমস্ত ফিচার মাত্র ২৫১ টাকায় পেতে ক্রেতারাও আগ্রহী। যাদের স্মার্ট ফোন আছে তাঁরাও এই ফোন ক্রয়ে উৎসাহী। কিন্তু এত আবেদন একসঙ্গে, অনিচ্ছাকৃত হলেও ভেঙে পড়েছে স্মার্ট ফোন বুকিং করার ওয়েবসাইট। তবে কতৃপক্ষ জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যেই তাঁরা এই সমস্যার সমাধান করবেন।

.