Flipkart Health Plus: এবার গ্রাহকদের দরজায় ওষুধ পৌঁছে দেবে ফ্লিপকার্ট

ই-কমার্স সাইট ফ্লিপকার্টের নয়া উদ্য়োগ

Updated By: Apr 7, 2022, 09:33 PM IST
Flipkart Health Plus: এবার গ্রাহকদের দরজায় ওষুধ পৌঁছে দেবে ফ্লিপকার্ট

নিজস্ব প্রতিবেদন: এবার গ্রাহকদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার দায়িত্বও কাঁধে তুলে নিল ফ্লিপকার্ট। বুধবার তাঁদের নয়া অ্যাপ ফ্লিপকার্ট হেলথ প্লাস (Flipkart Health Plus) আনল এই ভারতীয় সংস্থাটি। 

জানা গিয়েছে, দেশের ২০ হাজার পিন কোডে ওষুধ পৌঁছে দেবে সংস্থাটি। ইতিমধ্যে তাদের সঙ্গে যুক্ত হয়েছে ৫০০-র বেশি ওষুধ বিক্রেতা। যাঁদের প্রত্যেকের রেজিস্ট্রেশন রয়েছে। ফ্লিপকার্ট হেলথ প্লাস (Flipkart Health Plus)-এর চিফ এগজিকিউটিভ অফিসার প্রশান্ত জাভেরি জানান, করোনা পরিস্থিতি এক ভয়ঙ্কর অবস্থার সাক্ষী থেকেছে গোটা দেশ। দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগ কাজে লাগবে। 

এই উদ্যোগ প্রত্যন্ত এলাকায় ওষুধ পৌঁছে দিতেও সাহায্য করবে বলে জানান ফ্লিপকার্ট হেলথ প্লাস (Flipkart Health Plus)-এর চিফ এগজিকিউটিভ অফিসার প্রশান্ত জাভেরি। বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্য়াপটি পাওয়া যাচ্ছে।       

আরও পড়ুন: মাত্র ১১,০০০ টাকায় বাড়ি নিয়ে যান নতুন Ertiga, জেনে নিন কী কী ফিচার্স থাকছে এই গাড়িতে

আরও পড়ুন: Elon Musk: টুইটারে বড় বদল? শেয়ার কিনেই নতুন ভাবনা ইলন মাস্কের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.