মা দেখবে কিন্তু, এরপরও এমন ছবি পোস্ট করবেন! ফেসবুক প্রশ্ন করবে আমাদের

ঝোঁকের ফেসবুকে ছবি পোস্ট করে কনও পস্তেছেন কি? কখনও এমন হয়েছে যখন ছবি পোস্ট করার পর আপনাকে বন্ধু, কিংবা অভিভাবকরা বলছে ' তোর কী মাথা খারাপ হল এমন ছবি পোস্ট করলি'! এ বার আপনাকে এমনই ছবি পোস্ট করার আগে সতর্ক করবে ফেসবুক। ফেসবুকে নিজেই জানাবে, এই ছবিটা কিন্তু সবাই দেখবে। আপনি নিশ্চিত তো আপনার বস ও মাও কিন্তু ছবিটা দেখবে।  (“Uh, this is being posted publicly. Are you sure you want your boss and your mother to see this?”)

Updated By: Dec 11, 2014, 04:01 PM IST
মা দেখবে কিন্তু, এরপরও এমন ছবি পোস্ট করবেন! ফেসবুক প্রশ্ন করবে আমাদের

ওয়েব ডেস্ক: ঝোঁকের ফেসবুকে ছবি পোস্ট করে কনও পস্তেছেন কি? কখনও এমন হয়েছে যখন ছবি পোস্ট করার পর আপনাকে বন্ধু, কিংবা অভিভাবকরা বলছে ' তোর কী মাথা খারাপ হল এমন ছবি পোস্ট করলি'! এ বার আপনাকে এমনই ছবি পোস্ট করার আগে সতর্ক করবে ফেসবুক। ফেসবুকে নিজেই জানাবে, এই ছবিটা কিন্তু সবাই দেখবে। আপনি নিশ্চিত তো আপনার বস ও মাও কিন্তু ছবিটা দেখবে।  (“Uh, this is being posted publicly. Are you sure you want your boss and your mother to see this?”)

ফেসবুকের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রিসর্চা ল্যাব ( ফেয়ার)-ল্যাবের প্রধান ইয়ান সেকুনের নেতৃত্বে এমনই এক অভিনব টুল আনা হচ্ছে। এক সমীক্ষা দেখা গিয়েছে ফেসবুকে যত আপত্তিকর ছবি ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করা হয় তার বেশিরভাগই সময়ই মানুষ মদ্যপ অবস্থায় থেকে করে। এমন ধরনের টুল এলে ছবি পোস্ট করার পর মানুষকে পস্তাতে হবে না। শুধুই ছবিই নয় সব ধরনের পোস্টের ক্ষেত্রেই এই টুল কাজ করবে বলে দাবি করা হয়েছে।

.