ফেসবুক ব্যবহার করতে হলে এখন থেকে এই নিয়মগুলো মানতেই হবে

আধুনিকতার সঙ্গেই এবার শালীনতার নয়া অধ্যায় শুরু করতে চলেছে 'মার্ক জুকেরবার্গের ফেসবুক'। ইদানীং সময়ে অত্যাধুনিক সোশ্যাল মাধ্যম নিয়ে যে সমালোচনা গোটা বিশ্ব জুড়ে চলছে তা প্রতিকার করতেই নয়া নীতি অবলম্বনের পথ বেছে নিয়েছে ফেসবুক। আর সেই কারণেই হিংসা, যৌনতা, ঘৃণ্য বক্তব্য এবং বিতর্কিত পোস্ট ইত্যাদি বিষয়ে ফেসবুক একটি নির্দিষ্ট 'রুল বুক' তৈরি করছে। 'গার্ডিয়ান'-এর প্রতিবেদনের দাবি গোটা বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের একটা বৃহৎ অংশের ফেসবুক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার কারণেই এই নয়া নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছে মার্ক জুকেরবার্গ অ্যান্ড কোং। আক্রমণাত্মক পোস্ট, মৃত্যুর মত স্পর্শকাতর বিষয়ের লাইভ স্ট্রিমিং, ধর্ষণের মত নক্কারজনক ঘটনার লাইভ, হিংসা, যৌনতা প্রভৃতি বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই ফেসবুকের দরবারে জমা পড়েছে নানান অভিযোগ। সমস্ত অভিযোগকে গুরুত্ব সহকারে যাচাই করার পথ ফেসবুক কার্যত বাধ্য হয়েই তাদের নীতি বদলের পথ বেছে নিয়েছে। কী আছে এই নতুন নীতিতে? 

Updated By: May 22, 2017, 09:24 PM IST
ফেসবুক ব্যবহার করতে হলে এখন থেকে এই নিয়মগুলো মানতেই হবে

ওয়েব ডেস্ক: আধুনিকতার সঙ্গেই এবার শালীনতার নয়া অধ্যায় শুরু করতে চলেছে 'মার্ক জুকেরবার্গের ফেসবুক'। ইদানীং সময়ে অত্যাধুনিক সোশ্যাল মাধ্যম নিয়ে যে সমালোচনা গোটা বিশ্ব জুড়ে চলছে তা প্রতিকার করতেই নয়া নীতি অবলম্বনের পথ বেছে নিয়েছে ফেসবুক। আর সেই কারণেই হিংসা, যৌনতা, ঘৃণ্য বক্তব্য এবং বিতর্কিত পোস্ট ইত্যাদি বিষয়ে ফেসবুক একটি নির্দিষ্ট 'রুল বুক' তৈরি করছে। 'গার্ডিয়ান'-এর প্রতিবেদনের দাবি গোটা বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের একটা বৃহৎ অংশের ফেসবুক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার কারণেই এই নয়া নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছে মার্ক জুকেরবার্গ অ্যান্ড কোং। আক্রমণাত্মক পোস্ট, মৃত্যুর মত স্পর্শকাতর বিষয়ের লাইভ স্ট্রিমিং, ধর্ষণের মত নক্কারজনক ঘটনার লাইভ, হিংসা, যৌনতা প্রভৃতি বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই ফেসবুকের দরবারে জমা পড়েছে নানান অভিযোগ। সমস্ত অভিযোগকে গুরুত্ব সহকারে যাচাই করার পথ ফেসবুক কার্যত বাধ্য হয়েই তাদের নীতি বদলের পথ বেছে নিয়েছে। কী আছে এই নতুন নীতিতে? 

'গার্ডিয়ান' পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই বিষয়গুলোই রয়েছে ফেসবুকের 'নয়া নীতি'তে- 

* মৃত্যুর মত স্পর্শকাতর বিষয়ের ভিডিও তখনই ফেসবুকে দেওয়া যাবে যদি তা মানুষের স্বাস্থ্য বিষয়ক হয়ে থাকে। 
* শিশু নির্যাতনের মত বিষয় ফেসবুক কখনই এন্টারটেইন করবে না। 
* রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কোনও রকম হুমকি মূলক পোস্টকে প্রশ্রয় দেবে না ফেসবুক। 

.