জীবিকা দিশারি ফেসবুক

বিশ্বের ৪০টি দেশের যাবতীয় কর্মখালির খবর নথিবভূক্ত করেছে ফেসবুক। এই তালিকা আপডেটও হচ্ছে নিত্যদিন।

Updated By: Mar 3, 2018, 09:16 PM IST
জীবিকা দিশারি ফেসবুক

ওয়েব ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কের নেশাতেই লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। ভারচুয়াল জগতে বাঁচতে গিয়ে নবীন প্রজন্ম বাস্তব থেকেই দূরে সরে যাচ্ছে। ক্ষতি হচ্ছে ভবিষ্যতের। এমনই নানা অভিযোগ শোনা যায় প্রায়শই। কিন্তু ফেসবুকই এবার দায়িত্ব নিচ্ছে ভবিষ্যতের। ব্যবহারকারীদের জিবীকার সুলুক সন্ধান দিতে এবার নতুন পদক্ষেপ সোশ্যাল নেটওর্কিং জায়েন্ট ফেসবুক-এর।

আরও পড়ুন- জিও-তে এবার বিনামূল্যে ১০ জিবি অতিরিক্ত ডেটা!

বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের ৪০টি দেশের যাবতীয় কর্মখালির খবর নথিবভূক্ত করেছে ফেসবুক। এই তালিকা আপডেটও হচ্ছে নিত্যদিন। চাকরিপ্রার্থীরা 'www.facebook.jobs' সাইটে গেলেই দেখতে পাবেন কোন সংস্থায়, কী পদে নিয়োগ চলছে। চাকরির আবেদন পত্রটিও অ্যাকাউন্ট হোল্ডারের ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী 'অটো-ফিল' হয়ে যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে একটি উইন্ডো খুলে যাবে, যার মাধ্যমে চাকরিদাতা সংস্থার সহ্গে যোগাযোগও করা যাবে সরাসরি।

.