জনপ্রিয়তায় এখনও ফেসবুক হট কেক, টুইটার বড়জোর চিপস-বলছে সমীক্ষা
ইন্টারনেটে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয়তায় বাকিদের থেকে এখনও অনেক এগিয়ে ফেসবুক। ভেরি অ্যাক্টিভ ইউজার (যারা নিয়মিত ব্যবহার করেন)-রা এখনও ফেসবুককেই সবচেয়ে বেশি আপন করে নেন। বিখ্যাত সমীক্ষা সংস্থা পিউ-য়ের গবেষণা উঠে এল এমনই তথ্য।
ওয়েব ডেস্ক: ইন্টারনেটে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয়তায় বাকিদের থেকে এখনও অনেক এগিয়ে ফেসবুক। ভেরি অ্যাক্টিভ ইউজার (যারা নিয়মিত ব্যবহার করেন)-রা এখনও ফেসবুককেই সবচেয়ে বেশি আপন করে নেন। বিখ্যাত সমীক্ষা সংস্থা পিউ-য়ের গবেষণা উঠে এল এমনই তথ্য।
বিশ্বের দেড় হাজারের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেল ৭১ শতাংশ বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। সেখানে ৩৬ শতাংশ মানুষ টুইটার ব্যবহার করছেন। গত বছরের তুলনায় টুইটারের ব্যবহার কমেছে প্রায় ১০ শতাংশ। লিঙ্কডিন ব্যবহার করেন প্রায় ১৩ শতাংশ মানুষ।
গত বছরের তুলনয়া ফেসবুকের ব্যবহার অন্তত ১০ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে ওই সংস্থা।