কত ফেক অ্যাকাউন্ট রয়েছে? চমকদার তথ্য ফেসবুকের

Updated By: Nov 5, 2017, 08:56 PM IST
কত ফেক অ্যাকাউন্ট রয়েছে? চমকদার তথ্য ফেসবুকের

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ তো খুঁজে পাওয়াই দুষ্কর। সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে সবথেকে জনপ্রিয় ফেসবুক। সারা বিশ্ব জুড়ে এর জনপ্রিয়তা। কোটি কোটি মানুষ ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। সোশ্যাল মিডিয়ার যেমন উপকারিতা রয়েছে, তেমনই রয়েছে অনেক ক্ষতিকর দিকও।

অস্বাভাবিক কম দামে iPhone x দিচ্ছে রিলায়েন্স জিও!

ফেসবুক তো ব্যবহার করেন, সারাদিন বন্ধুদের সঙ্গে চ্যাটিং, লাইক, শেয়ার, কমেন্ট করে যাচ্ছেন। কিন্তু এটা কি জানেন, ফেসবুকে কত ফেক অ্যাকাউন্ট রয়েছে? ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে বিভিন্ন খারাপ কাজ করার খবর তো হামেশাই শোনা যায়। এত এত অ্যাকাউন্টের ভিড়ে, কোনটা আসল আর কোনটা নকল অ্যাকাউন্ট, বোঝাই যায় না। শনিবার দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক তাদের ত্রৈমাসিক আয়ের হিসেব প্রকাশ করেছে। তার সঙ্গে চমকে দেওয়ার মতো এক তথ্য প্রকাশ করেছে। ফেসবুকে নাকি ২০ কোটি ৭০ লক্ষ ফেক অ্যাকাউন্ট রয়েছে!

ভয়েস কলিং পরিষেবা বন্ধ করে দিচ্ছে রিলায়েন্স কমিউনিকেশন

.