পাবলিক ওয়াই-ফাই ব্যবহার নিয়ে চরম সতর্কতা সিইআরটি-র

Updated By: Oct 21, 2017, 11:55 AM IST
পাবলিক ওয়াই-ফাই ব্যবহার নিয়ে চরম সতর্কতা সিইআরটি-র

নিজস্ব প্রতিবেদন : পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সহজেই সাইবার অ্যাটাকের শিকার হতে পারেন। সতর্ক করল ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম। বিমানবন্দর বা রেলস্টেশনে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের ফলে সাইবার অ্যাটাকের শিকার হওয়ার প্রবণতা 'হাই' (চরম) বলে সতর্ক করছে সিইআরটি।

সিইআরটি বলছে, পাবলিক ওয়াই-ফাইয়ের মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড, ইমেল, চ্যাট মেসেজের মত গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। ফলে বিপদে পড়তে পারেন ব্যবহারকারী। অ্যানড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাকওেস এবাং উইন্ডোজ ব্যবহারীকারীদের এই সাইবার শিকারিদের খপ্পরে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিপদ এড়াতে তাই পাবলিক ওয়াই-ফাইয়ের বদলে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহারের পরামর্শ দিচ্ছে সিইআরটি।

ডেটা সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কাই ল্যাব জানাচ্ছে, ওয়্যারলেস নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় WPA এবং WPA2 এনক্রিপশন। কিন্তু এই দুটি এনক্রিপশনও সাইবার অ্যাটাকের (কি রিইনস্টলেশন অ্যাটাক) খপ্পরে পড়তে পারে। সেক্ষেত্রে ব্রাউজারের অ্যাড্রেস বারে সবুজ রঙের 'তালা' আইকনটি রয়েছে কিনা, তা ব্যবহারকারীর সবসময় লক্ষ্য রাখা উচিত।

আরও পড়ুন, সিসিটিভি ক্যামেরাবন্দি কিশোরী নিগ্রহ, অভিযুক্তের খোঁজে পুলিস

.