কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণার তৈরি 'বায়োনিক কান' পাবেন সুলভ মূল্যে
কানে কম শোনার সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে। সৌজন্যে ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। তারা দাবি করছেন, কানে কম শোনার যাবতীয় সমস্যা মিটতে পারে এই 'বায়োনিক ইয়ারে'র মাধ্যমে।
Updated By: Sep 14, 2015, 01:58 PM IST
ওয়েব ডেস্ক: কানে কম শোনার সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে। সৌজন্যে ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। তারা দাবি করছেন, কানে কম শোনার যাবতীয় সমস্যা মিটতে পারে এই 'বায়োনিক ইয়ারে'র মাধ্যমে।
এ বছরের শেষের দিকে বাজার আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের তৈরি এই প্রযুক্তি। কোচলিয়ার (cochlear) প্রতিস্থাপন করেছে ডিফেন্স বায়ো ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রো-মেডিক্যাল ল্যাবোটরি (Debel), কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের একটি বিভাগ। এর খরচা ৭ থেকে ১০ লক্ষ টাকা। তবে এই দেশীয় প্রযুক্তির বায়োনিক কান পেতে পারেন মাত্র এক লক্ষ টাকায়।
Tags: