পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, দেখুন LIVE
Updated By: Sep 1, 2017, 02:47 PM IST
ওয়েব ডেস্ক: পৃথিবীর কাছ দিয়ে আজ পার হবে বিশাল গ্রহাণু ‘ফ্লেরেন্স’। নাসা জনিয়েছে, বিশাল ওই গ্রহাণুর দৈর্ঘ ৪.৪ কিলোমিটার। আয়তন প্রায় ৩০টি পিরামিডের সমান। তবে ভয়ের কোনও কারণ নেই। পৃথিবী থেকে সত্তর লাখ কিলোমিটার দূর দিয়ে ভারতীয় সময় বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ভেসে যাবে ওই গ্রহাণু।
নাসা-র তরফেে জানানো হয়েছে, এর আগে বহু গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে গেছে। তবে সেগুলি সবই আকারে বেশ ছোট।
নাসা জানিয়েছে এখনও পর্যন্ত আমাদের গ্রহের পাশ দিয়ে যেসব গ্রহাণু ভেসে গিয়েছে তার মধ্যে ফ্লেরেন্সের আকারে সবচেয়ে বড়। পৃথিবী থেকে কাছাকাছি কক্ষপথে এতবড় গ্রহাণু আর নেই। তবে সুখের কথা তা পার হবে পৃথিবীর বেশ কিছুটা দূর দিয়ে। ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করেন ফ্লোরেন্সকে।
আরও পড়ুন-রাম রহিমকে পদ্ম সম্মান দেওয়ার জন্য সুপারিশ করেন ৪ হাজার জন