জানেন কী থাকতে চলেছে অ্যাপেল আইফোন ৮-এ?

অ্যাপেলের ফোন মানেই হাই-ফাই কিছু। এক সে বড়কর এক ফিচার্স থাকে আইফোনে। তাই যেকোনও স্মার্টফোন ছেড়ে মানুষ আইফোনের দিকেই বেশি ঝোঁকে। সম্প্রতি পাওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, অ্যাপেল আইফোন ৮-এ থাকতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর আইফোন ৮-এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করারই কাজ করছে অ্যাপেল।

Updated By: Feb 18, 2017, 02:46 PM IST
জানেন কী থাকতে চলেছে অ্যাপেল আইফোন ৮-এ?

ওয়েব ডেস্ক: অ্যাপেলের ফোন মানেই হাই-ফাই কিছু। এক সে বড়কর এক ফিচার্স থাকে আইফোনে। তাই যেকোনও স্মার্টফোন ছেড়ে মানুষ আইফোনের দিকেই বেশি ঝোঁকে। সম্প্রতি পাওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, অ্যাপেল আইফোন ৮-এ থাকতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর আইফোন ৮-এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করারই কাজ করছে অ্যাপেল।

আরও পড়ুন জিও গ্রাহকেরা কীভাবে নিজেদের বিল কত হয়েছে তা দেখবেন? জেনে নিন

এই প্রসঙ্গে অ্যাপেলের পক্ষ থেকে জানা গিয়েছে যে, আইফোন ৮-এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফোনের ফ্রন্ট প্যানেল কিংবা ব্যাক প্যানেলে থাকতে পারে। যাই হোক, যেখানেই থাকুক না কেন, ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকলে তা আমাদের বিশেষ করে তদন্তকারীদের অনেক কাজে দেবে। আর অপরাধীদের ধরা আরও সহজ হতে চলেছে।

আরও পড়ুন সহজ এই কাজটি করলেই ক্যানসার সারিয়ে উঠতে পারবেন

.