জিওকে টেক্কা দিতে এয়ারটেলের জবরদস্ত বোনাস প্ল্যান
জিওকে টেক্কা দিতে এয়ারটেলের ধামাকাদর প্ল্যান। ফ্রি নয়.. এয়ারটেল এবার নিয়ে আসছে অফুরান বোনাস প্ল্যান।
ওয়েব ডেস্ক : জিওকে টেক্কা দিতে এয়ারটেলের ধামাকাদার প্ল্যান। ফ্রি নয়.. এয়ারটেল এবার নিয়ে আসছে অফুরান বোনাস প্ল্যান।
মোবাইল ইন্টারনেট পরিষেবায় বিপ্লব এনেছে জিও। 'জলের দরে ডেটা' এই মন্ত্রকে কাজে লাগিয়ে দেশের গোটা টেলিকম বাজারটাই মুঠোবন্দি করে নিয়েছে রিলায়েন্স জিও। ফ্রি-এর পর ফ্রি। আনলিমিটেড কলিং। অফুরান ডেটা। গ্রাহকদের পছন্দের তালিকায় এক নম্বরে জিও। এবার জিওর পরিকল্পনায় ব্রডব্যান্ড। মোবাইলের পর ব্রডব্যান্ড পরিষেবাতেও ঝড় তুলতে আঁটঘাট বেঁধে ময়দানে নামছে জিও। তার আগেই মোক্ষম চাল দিল এয়ারটেল।
নতুন ব্রডব্যান্ড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে এয়ারটেল?
নয়া প্ল্যানে ১০০০ GB পর্যন্ত বোনাস ডেটা দিচ্ছে এয়ারটেল। মোট ৪টি প্ল্যানের ক্ষেত্রে এই 'বোনাস' উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সর্বনিম্ন ৮৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৭৫০ GB বোনাস ডেটা। এরপর ১০৯৯ থেকে ১৭৯৯ টাকা পর্যন্ত রিচার্জে পাওয়া যাবে ১০০০ GB করে বোনাস ডেটা। তবে নয়া প্ল্যানের জন্য গ্রাহকদের রিচার্জ করতে হবে অনলাইনে।
আরও পড়ুন, 'ছোটা প্যাকে বড়া ধামাকা' নিয়ে হাজির ভোডাফোন