Good News! ২০২২ থেকেই কলকাতা-সহ এই শহরগুলোতে শুরু হতে পারে 5G পরিষেবা

তালিকায় আর কোন কোন শহর?

Updated By: Dec 27, 2021, 11:20 PM IST
Good News! ২০২২ থেকেই কলকাতা-সহ এই শহরগুলোতে শুরু হতে পারে 5G পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসছে নতুন বছর। ২০২২ থেকেই দেশের কয়েকটি শহরে শুরু হতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবা। এমনটাই জানিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications)।   

জানা গিয়েছে, ওই সমস্ত শহরে ইতিমধ্য়ে 5G পরিষেবা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে বেশ কয়েকটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা। সেগুলো হল এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়্যান্স জিও। টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications) সূত্রে খবর, এই পরিষেবা শুরু করতে যৌথ ভাবে কাজ করছে  IIT বম্বে, IIT দিল্লি, IIT হায়দরাবাদ, IIT মাদ্রাস, IIT কানপুর এবং  IISc বেঙ্গালুরু। গত ৩৬ মাস ধরে কাজ করছে তারা। 

২০২১-এর ৩১ ডিসেম্বরের মধ্য়ে ওই শহরগুলোতে ৫জি পরিষেবা শুরুর প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। খরচ হবে ২২৪ কোটি টাকা। সূত্রের খবর, ২০২২-এর মার্চে স্পেকটার্ম নিলাম হতে পারে। আগামী বছর যে শহরগুলোতে 5G পরিষেবা শুরু হতে পারে সেগুলো হল- দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, গুরুগ্রাম, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জামনগর, আহমেদাবাদ, হায়দরাবাদ, লখনউ, পুনে এবং গান্ধীনগর। 

আরও পড়ুন: WhatsApp: একটা ছোট্ট ট্রিক, আর তাতেই বদলে যাবে হোয়াটসঅ্যাপ লোগোর রঙ!

আরও পড়ুন:  Reliance Jio: মাসে সঞ্চয় করুন ৫০০ থেকে ১০০০ টাকা, জিও-র এই প্ল্যানে বিনামূল্যে দেখুন Netflix-Amazon

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.