১৫ র পাঁচ বেস্ট স্মার্টফোনের ভাল-মন্দ

২০১৫ প্রান্তে এসে সবথেকে বেশি স্মার্ট মোবাইল কোনটি? বাজার দখল করল কোন মোবাইল? তাদের ভাল মন্দ জানেন কী? এক সমীক্ষায় দেখা গেছে চলতি বছর স্যামসং গ্যালাক্সি এস সিক্স সবথেকে বেশি আকৃষ্ট করেছে মানুষকে। অ্যাপেলের বেস্ট আইফোন ৬এস কিংবা গুগল নেক্সাস ফাইভএক্সও দারুন প্রভাব ফেলেছে।

Updated By: Dec 29, 2015, 07:21 PM IST
১৫ র পাঁচ বেস্ট স্মার্টফোনের ভাল-মন্দ

ওয়েব ডেস্ক: ২০১৫ প্রান্তে এসে সবথেকে বেশি স্মার্ট মোবাইল কোনটি? বাজার দখল করল কোন মোবাইল? তাদের ভাল মন্দ জানেন কী? এক সমীক্ষায় দেখা গেছে চলতি বছর স্যামসং গ্যালাক্সি এস সিক্স সবথেকে বেশি আকৃষ্ট করেছে মানুষকে। অ্যাপেলের বেস্ট আইফোন ৬এস কিংবা গুগল নেক্সাস ফাইভএক্সও দারুন প্রভাব ফেলেছে।

তবে এই একবছরে যে স্মার্টফোনগুলি নজর কেড়েছে, তাদের রিভিউ কেমন হয়েছে দেখে নিন।

১) Samsung Galaxy S6 Edge-

মূল্য- ৫৮,৯০০/-
ভাল-     দারুন পারফরমেন্স (১০)
    দারুন ক্যামেরা (৯)
    অনবদ্য স্টাইল
মন্দ-     মাইক্রোএসডির জায়গা নেই
    দাম বেশি

২) Apple iPhone 6s

মূল্য- ৪৮, ৯৩৯/-

ভাল-     স্টোরেজ ১৬ গেগাবাইট (৯)
    ক্যামেরা অনবদ্য(১০)
    সেল্ফি তোলার জন্য পারফেক্ট (৮)
    টাচস্ক্রিন নিয়ে কোনও কথা নেই। (১০)

মন্দ-    জলের সঙ্গে তেল যেমন মিশ্রণ হয় না ঠিক তেমনই আইফোন ব্যবহারকারীদের সমস্যা। সব ডিভাইসের সঙ্গে শেয়ার করতে অসুবিধা।

৩) LG Google Nexus 5X-

মূল্য- ৩১,৯০০/-

ভাল-     ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
    ক্যামেরা ভাল (১২.৩ মেগাপিক্সল)
    পারফরমেন্স ভাল

মন্দ-     স্টোরেজ কম
    একটু খরচাসাপেক্ষ
    USB টাইপ ক্যাডাপ্টর দরকার
    ডিচেস ওয়ারলেস চার্জ সিস্টেম

৪) Lenovo K3 Note

মূল্য- ৯,৯৯৯/-

ভাল-     দারুন পারফরমেন্স (৯)
    অভিনব সফ্টওয়ার (৮)
    সাউন্ড সিস্টেম অসাধরণ (৮)

মন্দ-    ক্যামেরা সাধারণমানের (৬)
    ব্যাটারি ক্ষমতা মোটামুটি (৭)

৫) Xiaomi Mi 4

মূল্য- ১৯,৯৯৯/-

ভাল-    দারুন পারফরমেন্স (৯)
    ভাল ক্যামেরা (৭)
    ব্যাটারি ক্ষমতা ঠিকঠাক (৮)

মন্দ-    স্টোরেজ খুবই কম
    একটু ভারী      

 

.