অ্যানড্রয়েড ফোনের জন্য সেরা ৫ ডাউনলোড ম্যানেজার

হাতে অ্যানড্রয়েড ফোন থাকলেই এটা-ওটা-সেটা ডাউনলোডের জন্য মন সারাক্ষণ উসখুশ করে। প্লে স্টোরে অনেকরকম ডাউনলোড অ্যাপই রয়েছে। কিন্তু, সবগুলোর স্পিড সমান নয়। ফিচার্স তো নয়ই। অ্যানড্রয়েড-এর জন্য সেরা ডাউনলোড ম্যানেজার কোনগুলি? এখানে ৫টির কথা বলা হল,

Updated By: Sep 7, 2016, 02:24 PM IST
অ্যানড্রয়েড ফোনের জন্য সেরা ৫ ডাউনলোড ম্যানেজার

ওয়েব ডেস্ক : হাতে অ্যানড্রয়েড ফোন থাকলেই এটা-ওটা-সেটা ডাউনলোডের জন্য মন সারাক্ষণ উসখুশ করে। প্লে স্টোরে অনেকরকম ডাউনলোড অ্যাপই রয়েছে। কিন্তু, সবগুলোর স্পিড সমান নয়। ফিচার্স তো নয়ই। অ্যানড্রয়েড-এর জন্য সেরা ডাউনলোড ম্যানেজার কোনগুলি? এখানে ৫টির কথা বলা হল,

১) ডাউনলোড অ্যাকসেলেরেটর প্লাস (DAP)- এর মাধ্যমে আপনি সরাসরি নোটিফিকেশন প্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। ইচ্ছে হলে pause করেও রাখতে পারবেন।

২) IDM ডাউনলোড ম্যানেজার- উইন্ডোজ ভার্সনের জন্য ডাউনলোড ম্যানেজার।

৩) ডাউনলোড ম্যানেজার অ্যাকসেলেরেটর- অ্যানড্রয়েডের জন্য বেস্ট ইন্টারফেস ডাউনলোড ম্যানেজার।

৪) গেটদেমঅল এনি ফাইল ডাউনলোডার- এটি শুধু ডাউনলোড ম্যানেজার নয়। এটি একটি অ্যাপ। যার মাধ্যমে একই ওয়েবসাইট থেকে একসঙ্গে অনেকগুলি ফাইল ডাউনলোড করা যায়।

৫) ফাস্টার ডাউনলোড স্পিড টার্বো- অ্যানড্রয়েডের জন্য খুব সিম্পল একটা ডাউনলোড ম্যানেজার। এর কাজ অনেকটা ফাইল ম্যানেজারের মতই।

আরও পড়ুন, জিও সিমকার্ড তুলতে এই এই ডকুমেন্ট 'মাস্ট'!!!

.