৩০০০ টাকায় ৪জি মোবাইলের সঙ্গে একবছরের ফ্রি ইন্টারনেট!!

মাত্র ৩০০০ টাকায় একটা ৪জি মোবাইল। সঙ্গে একবছরের জন্য ইন্টারনেট ফ্রি। জিওর ধাক্কায় এবার এটাও হতে চলেছে।

Updated By: Sep 24, 2016, 01:09 PM IST
৩০০০ টাকায় ৪জি মোবাইলের সঙ্গে একবছরের ফ্রি ইন্টারনেট!!

ওয়েব ডেস্ক : মাত্র ৩০০০ টাকায় একটা ৪জি মোবাইল। সঙ্গে একবছরের জন্য ইন্টারনেট ফ্রি। জিওর ধাক্কায় এবার এটাও হতে চলেছে।

ডেটা উইন্ড খুব শিগগিরই বাজারে আনতে চলেছে এই ৪জি মোবাইল হ্যান্ডসেট। শুরুতে দাম থাকবে মাত্র ৩০০০ টাকা। সংস্থার তরফে খবর, দিওয়ালি ধামাকা হিসেবেই আসতে চলেছে এই মোবাইল-ইন্টারনেট অফার। ১জিবি, ২জিবি ও ৩জিবি RAM এবং ৮জিবি, ১৬জিবি ও ৩২জিবি ইন্টারনাল মেমরি- এই তিনরকমের হ্যান্ডসেট আসতে চলেছে। এছাড়াও থাকছে অন্য স্মার্টফোনগুলির সমস্ত ধরনের ফিচার্স।

নতুন এই হ্যান্ডসেটগুলিতে একবছরের জন্য ফ্রি-তে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে বাজারে এই কোম্পানির ১৫০০ টাকার স্মার্টফোনও রয়েছে।

.