খুব শিগগিরই ছয় ডিজিটের সিক্রেট কোড হোয়াটসঅ্যাপে

জাস্ট একটা সিক্রেট কোড। আর এতেই হোয়াটসঅ্যাপে আপনার কাজ হাসিল হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে আপনার যেকোনও চ্যাটের গোপনীয়তা রক্ষা করবে এই কোড।

Updated By: Sep 24, 2016, 12:19 PM IST
খুব শিগগিরই ছয় ডিজিটের সিক্রেট কোড হোয়াটসঅ্যাপে

ওয়েব ডেস্ক : জাস্ট একটা সিক্রেট কোড। আর এতেই হোয়াটসঅ্যাপে আপনার কাজ হাসিল হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে আপনার যেকোনও চ্যাটের গোপনীয়তা রক্ষা করবে এই কোড।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই ছয় ডিজিটের এই সিক্রেট কোড নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই চ্যাট মেসেঞ্জারটি। সেই লক্ষ্যে এখন দিনরাত এক করে চলছে কাজ। একটি টেক্সট ট্রান্সলেশন অনুষ্ঠানে সম্প্রতি এই বিষয়টি চোখে পড়ে অ্যানড্রয়েড অথরিটির। নতুন এই ফিচারে থাকছে পাসওয়ার্ড রিসেট ও রিকভারের বিকল্পও।

জনপ্রিয় এই চ্যাট মেসেঞ্জারটিকে প্রতিদিন আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে হোয়াটসঅ্যাপ।

.