জেনে নিন আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সবথেকে সহজ উপায়

Updated By: Aug 1, 2017, 02:13 PM IST
জেনে নিন আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সবথেকে সহজ উপায়

ওয়েব ডেস্ক: প্যান নম্বরের সঙ্গেই জুড়তে হবে আধার নম্বরও, একথা আগেই জানিয়েছে কেন্দ্র। প্রত্যেক আয়করদাতাকেই মেনে চলতে হবে এই নির্দেশিকা। ১ জুলাই থেকেই এই পক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশিকাও জারি করেছে প্রশাসন। তবে ১ মাস কেটে গিয়ে থাকলেও যারা এখনও পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করাতে পারেননি, তাদের জন্য সব থেকে সহজ উপায়ে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার পদ্ধতি বলে দিচ্ছে ২৪ ঘণ্টা ডট কম। মাত্র তিনটি ধাপেই খুব সহজে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে পারবেন আপনি। জেনে নিন- 

প্রথম- ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট খুলুন।  

(www.incometaxindiaefiling.gov.in) 

দ্বিতীয়- সেখানে স্ক্রিনের ডানদিকে (আপনার বাঁদিকে) একটি লিঙ্ক রয়েছে, যেখানে লেখা আছে লিঙ্ক আধার নিউ (Link Aadhaar Nes!), সেটিতে ক্লিক করুন।   

তৃতীয়- প্যান নম্বরটি লিখুন > আধার নম্বর লিখুন > আধার কার্ডে যে নাম রয়েছে, সেটি লিখুন > একেবারে নিচের দিকে লিঙ্ক আধার (Link Aadhaar) লেখা সবুজ বোতামটি টিপুন > আপনি দেখতে পাবেন সেখানে লেখা দেখাবে 'আপনার আধার-প্যান লিঙ্কিং সফল হয়েছ'। 

* ৩১ অগাস্ট, ২০১৭-এর মধ্যে এই সহজ পদ্ধতি মেনে আধার প্যান লিঙ্ক করে নিন

.