সেকেন্ডে ১ জিবি স্পিড দেবে জিও!

এখনও পর্যন্ত সব ফ্রি। ৩১ মার্চ পর্যন্ত 'ওয়েলকাম অফার'-এর সুবাদে 'সব ফ্রি' পরিষেবা পাবেন রিলায়েন্সের জিও গ্রাহকরা।  ৪জি ফোন আর জিও সিম থাকলেই আর কোনও চিন্তা নেই, ভারত ভূখণ্ডের যেখানেই থাকুন ফোন কল, এসএমএস, ইন্টারনেট সব একেবারে ফ্রি। এখানেই ভারতের আর পাঁচটা নেটওয়ার্ক সংস্থাকে মাত দিয়ে অনেকটাই এগিয়ে মুকেশ আম্বানির রিলায়েন্স। এরপর ইন্টারনেট স্পিডেও টেক্কা, সবেতেই সবার থেকে এগিয়ে যাচ্ছে রিলায়েন্সের জিও। এখনও পর্যন্ত ১০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড পাচ্ছেন জিও গ্রাহকরা। আগামী দিনে আসছে আরও অত্যাধুনিক পরিষেবা, যেখানে সেকেন্ডে ১ গিগাবাইট পর্যন্ত ইন্টারনেট স্পিড পাবে জিও ব্যবহারকারীরা। 'ভি-ফাইবার' (ফাইবার টু দ্য হোম) প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট স্পিড বাড়াতে চাইছে রিলায়েন্স। ইতিমধ্যেই পুনে এবং মুম্বইতে 'ফাইবার টু দ্য হোম' প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে। সফল হলেই আগামী দিনে গোটা ভারতেই মিলবে জিও'র এই সেকন্ডে ১ গিগাবাইট ইন্টারনেট স্পিডের পরিষেবা।

Updated By: Jan 18, 2017, 10:00 AM IST
সেকেন্ডে ১ জিবি স্পিড দেবে জিও!

ওয়েব ডেস্ক: এখনও পর্যন্ত সব ফ্রি। ৩১ মার্চ পর্যন্ত 'ওয়েলকাম অফার'-এর সুবাদে 'সব ফ্রি' পরিষেবা পাবেন রিলায়েন্সের জিও গ্রাহকরা।  ৪জি ফোন আর জিও সিম থাকলেই আর কোনও চিন্তা নেই, ভারত ভূখণ্ডের যেখানেই থাকুন ফোন কল, এসএমএস, ইন্টারনেট সব একেবারে ফ্রি। এখানেই ভারতের আর পাঁচটা নেটওয়ার্ক সংস্থাকে মাত দিয়ে অনেকটাই এগিয়ে মুকেশ আম্বানির রিলায়েন্স। এরপর ইন্টারনেট স্পিডেও টেক্কা, সবেতেই সবার থেকে এগিয়ে যাচ্ছে রিলায়েন্সের জিও। এখনও পর্যন্ত ১০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড পাচ্ছেন জিও গ্রাহকরা। আগামী দিনে আসছে আরও অত্যাধুনিক পরিষেবা, যেখানে সেকেন্ডে ১ গিগাবাইট পর্যন্ত ইন্টারনেট স্পিড পাবে জিও ব্যবহারকারীরা। 'ভি-ফাইবার' (ফাইবার টু দ্য হোম) প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট স্পিড বাড়াতে চাইছে রিলায়েন্স। ইতিমধ্যেই পুনে এবং মুম্বইতে 'ফাইবার টু দ্য হোম' প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে। সফল হলেই আগামী দিনে গোটা ভারতেই মিলবে জিও'র এই সেকন্ডে ১ গিগাবাইট ইন্টারনেট স্পিডের পরিষেবা।

.