14

বিশ্বের সুখিতম দেশ সুইৎজারল্যান্ড

 

ওয়েব ডেস্ক: পৃথিবীর সুখিতম মানুষরা সুইৎজারল্যান্ডে বাস করেন। বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা পত্রে এই তথ্যই উঠে এসেছে।  
 
বার্ষিক বিশ্ব খুশি বা সুখি রিপোর্ট অনুযায়ী ১৫৮টি দেশের মধ্যে খুশির নিরিখে সুইৎজারল্যান্ডের পরেই আছে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও কানাডার নাম।

সাস্টেনেবল ডেভলপমেন্ট সল্যুউশন নেটওয়ার্কের  এই সমীক্ষায় উঠে এসেছে টোগোতে পৃথিবীর দুঃখিতম মানুষরা বাস করেন। দুঃখিতম দেশের তালিকায় এরপরেই আছে বুরান্ডি, সিরিয়া, বেনিন ও রোয়ান্ডার নাম।