8

পৃথিবীতে প্রাণের উৎপত্তির নয়া তত্ত্ব দিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক শঙ্কর চট্টোপাধ্যায়

পৃথিবীতে প্রাণের উত্পত্তি কীভাবে? বিশ্বজুড়ে এনিয়ে চলছে নানা গবেষণা। বিজ্ঞানীরা বলেন, ধবংস ও সৃষ্টির নানা চক্রের মধ্যে দিয়ে এগি্য়েছে পৃথিবী। ঘটেছে প্রাণের বিবর্তন।  কিন্তু প্রাণ সৃষ্টির রহস্য উন্মোচনের নিরন্তর গবেষণায় ছেদ পড়েনি কখনও। এবার  সেই ক্ষেত্রেই নতুন  তত্ত্ব সামনে আনলেন বাঙালী বৈজ্ঞানিক শঙ্কর চট্টোপাধ্যায়।