স্ত্রীকে ফিরে পাওয়ার অপেক্ষায় শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসে যুবক

নিজস্ব প্রতিবেদন : স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন স্বামী। গত জানুয়ারিতে রেজিস্ট্রি করে বিয়ে হয় দুজনের। কিন্তু ওই যুবক রেজাউল করিমের অভিযোগ, স্ত্রীকে নিতে দিচ্ছে না পরিবার। এমনকি কোনও খোঁজখবরও নেই ওই তরুণীর।

ভ্যালেন্টাইন ডে-তে সকাল থেকে লাল গোলাপের বিকিকিনি। ভালবাসার মানুষকে উপহার দিচ্ছেন তাঁর প্রিয়জন। এমন দিনই বেছে নিয়েছেন বর্ধমান শহর লাগোয়া সরাইটিকরের চ্যান্ডেলপাড়ার বাসিন্দা রেজাউল। দক্ষিণপাড়ায় স্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসেছেন তিনি। রেজাউলের সঙ্গে যোগ দিয়েছেন তাঁর আত্মীয়-বন্ধুরাও।

আরও পড়ুন, ভ্যালেন্টাইনস ডে-তে বিষ খেয়ে প্রেমিকার মাকে ভালোবাসার 'পরীক্ষা' দিলেন প্রেমিক!

আরও পড়ুন, বিষ খাইয়ে 'খুন' ৪-৪টি কুকুর ছানাকে, ৪দিন পর মিলল নিথর দেহ!

এদিকে স্ত্রীর বাড়ির দরজায় তালা। কোথায় গিয়েছেন, বলতে পারছেন না কেউই। কিন্তু তাতে হার মানতে নারাজ রেজাউল। স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে অনড় রেজাউল হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসে রইলেন। কিন্তু স্ত্রী কোথায় কীভাবে রয়েছেন, তার কোনও খোঁজ-ই নেই তাঁর কাছে। যুবকের শুধু আর্তি, ফিরে আসুক তাঁর ভালবাসা।

English Title: 
Youth sits for dharna to get back his wife in Burdwan
News Source: 
Home Title: 

স্ত্রীকে ফিরে পাওয়ার অপেক্ষায় শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসে যুবক

স্ত্রীকে ফিরে পাওয়ার অপেক্ষায় শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসে যুবক
Yes
Is Blog?: 
No
Section: