বিষ খাইয়ে 'খুন' ৪-৪টি কুকুর ছানাকে, ৪দিন পর মিলল নিথর দেহ!

মহকুমা শাসক জানিয়েছেন, "ঘটনাটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিসকে বলেছি তদন্তর জন্য।"

Updated By: Feb 14, 2020, 09:15 PM IST
বিষ খাইয়ে 'খুন' ৪-৪টি কুকুর ছানাকে, ৪দিন পর মিলল নিথর দেহ!
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : চার-চারটি কুকুরের ছানাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুর্গাপুরের অভিজাত এলাকায়। জানা গিয়েছে, দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের অম্বুজায় গত চার দিন ধরে মাস খানেকের ৪টে কুকুর ছানাকে খুঁজে পাচ্ছিলেন না এলাকার পশুপ্রেমীরা। আজ দুর্গন্ধ পান এলাকাবাসী।

তাঁরা দেখতে পান, একটি ছানা এলাকারই একটি বাড়ির সামনের বাগানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। বাকি ৩টি ছানা একটি পরিত্যক্ত জায়গায় মৃত অবস্থায় পড়ে আছে। এলাকার দুই পশুপ্রেমী নীলাঞ্জন পোদ্দার ও নীলাঞ্জনা রায় জানান, ৫টা ছানা জন্মেছিল। পাড়ার সবার খুব প্রিয় ছিল নাদুসনুদুস কুকুর ছানাগুলি। কিন্তু গত ৪ দিন ধরে :ছানাগুলিকে খুঁজে পাচ্ছিল না এলাকার মানুষজন।

আরও পড়ুন, ভ্যালেন্টাইনস ডে-তে বিষ খেয়ে প্রেমিকার মাকে ভালোবাসার 'পরীক্ষা' দিলেন প্রেমিক!

আরও পড়ুন, ছুটি নেই! ভ্যালেন্টাইনস ডে-তে উলুবেড়িয়ার অফিসেই বিয়ে সারলেন IAS-IPS যুগল

তাঁদের অভিযোগ, এলাকারই কেউ বিষ খাইয়ে অবলা কুকুর ছানাগুলিকে মেরে ফেলেছে। দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানিয়েছেন, "ঘটনাটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিসকে বলেছি তদন্তর জন্য।"

.