বিতর্কিত জমি বদলের আর্জি নিয়ে সরকারের দ্বারস্থ মহিলা শিল্পপতি

দুর্গাপুরে একটি ট্রান্সফর্মার তৈরির কারখানা তৈরি করতে চেয়েছিলেন আরতি মাহাতা। শিল্পতালুকে জমি চেয়ে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের কাছে আবেদন করেছিলেন এই মহিলা শিল্পপতি।

Updated By: Feb 8, 2019, 04:46 PM IST
বিতর্কিত জমি বদলের আর্জি নিয়ে সরকারের দ্বারস্থ মহিলা শিল্পপতি

নিজস্ব প্রতিবেদন:  দুর্গাপুরের শিল্পতালুকে জমিজট। কয়েক কোটি টাকা লগ্নি করেও কারখানা তৈরি করতে পাচ্ছেন না রাজ্যের এক মহিলা শিল্পপতি। এ অবস্থায় সরকারের কাছে বিতর্কিত জমি বদলের আর্জি জানিয়েছেন আরতি মাহাত।

আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ তুলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দুর্গাপুরে একটি ট্রান্সফর্মার তৈরির কারখানা তৈরি করতে চেয়েছিলেন আরতি মাহাতা। শিল্পতালুকে জমি চেয়ে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের কাছে আবেদন করেছিলেন এই মহিলা শিল্পপতি। চল্লিশ কাঠার জন্য জমা দিয়েছিলেন এক কোটি টাকা। আট মাস আগে জমি বরাদ্দ হলেও, এখনও সেখানে কাজ শুরু করতে পারেননি আরতিদেবী। কেন? মহিলা শিল্পপতির দাবি, জমির ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র বিদ্যুতের তার। 

আরও পড়ুন,  দশ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরপরই পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়নের কাছে নিজের সমস্যার কথা জানান আরতিদেবী। তারপরেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ।

জমি সমস্যার কথা উল্লেখ করে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দিয়েছে WBSIDCL।

.