বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ঝুপড়ি, বেরিয়ে আসতে না পেরে জীবন্ত দগ্ধ মহিলা

আগুনের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ছুটে এলেও ততক্ষণে ঝুপড়ি পুড়ে ছাই 

Updated By: May 1, 2021, 02:50 PM IST
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ঝুপড়ি, বেরিয়ে আসতে না পেরে জীবন্ত দগ্ধ মহিলা

নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে চাই হয়ে গেল ঝুপড়ি। বেরিয়ে আসতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত এক।

আরও পড়ুন-হুঁশ নেই মানুষের, সকাল ১০টার পরই বাজারে আসা মানুষজনকে লাঠি হাতে সরাল পুলিস

শুক্রবার গভীর রাতে আগুন লেগে যায় বৈদ্যবাটির(Baidyabati) ৪ নম্বর রেলগেট সংলগ্ন এক ঝুপড়িতে। সেখানে থাকতে ৩টি পরিবার। আগুনের তাপ টের পেয়ে একটি ঘর থেকে ৩ জন বেরিয়ে আসতে পারলেও লক্ষ্মী রজক(৪৫) নামে এক মহিলা বেরিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন অন্য আরেকজন।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ডে এবার জ্ঞানবন্ত সিংকে তলব CBI-এর, মঙ্গলবার হাজিরার নির্দেশ

আগুনের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ছুটে এলেও ততক্ষণে ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।  আজ সকালে শেওড়াফুলি জিআরপি গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে জিআরপি(GRP) ও দমকল।

.