চরম সংকটে দিল্লি, বাংলা থেকে ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাল SAIL
বেলা ১১.৫০ মিনিটে এই অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন- বাংলা থেকে দিল্লিতে গেল তরল অক্সিজেন। করোনা পরিস্থিতির মোকাবিলায় দিল্লির চরম সংকট কাটাতে দুর্গাপুরের ‘স্টিল অথরিটি অফ ইন্ডিয়া’ (SAIL)-র ইস্পাত কারখানা(DSP) থেকে তরল অক্সিজেন (Liquid Oxygen)পাঠানো হল দিল্লিতে। দুর্গাপুরের (Durgapur) সগরভাঙ্গায় স্টিল অথরিটির জোনাল সেন্টার থেকে শুক্রবারই কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ৬ টি ‘অক্সিজেন এক্সপ্রেস’ কন্টেনার রওনা হয়। রেলের রেকের সাহায্যে শনিবার মেডিক্যাল অক্সিজেন বোঝাই ওই কন্টেনারগুলি দিল্লি গেল। বেলা ১১.৫০ মিনিটে এই অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।
আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে এবার জ্ঞানবন্ত সিংকে তলব CBI-এর, মঙ্গলবার হাজিরার নির্দেশ
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে খবর, প্রত্যেক কন্টেনারে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন রয়েছে। অর্থাৎ দিল্লির অক্সিজেন সংকটে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য মোট ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা দিল ভারতীয় রেল। কন্টেনারগুলির যাত্রার সময়ে উপস্থিত ছিলেন SAIL-র আধিকারিক-সহ কন্টেনার কর্পোরেশনের প্রতিনিধিরা। প্রসঙ্গত, শুক্রবার সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লিকে প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য উপকরণ সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। যদিও SAIL থেকে অক্সিজেন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত রাজ্য়ের অষ্টম দফার বোটের আগেই হয়। বাংলা থেকে অক্সিজেন বাইরে পাঠানোর বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।