সরছে নিন্মচাপের মেঘ, শীত আর বেশি দূরে নয়!
শুক্রবার সকাল থেকেও নিন্মচাপ ভোগাবে। আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার এমন ইঙ্গিত দেওয়া হলেও, আস্তে আস্তে কাটতে শুরু করেছে আশঙ্কার মেঘ। জানা যাচ্ছে, ওড়িশা উপকুলের কাছে এবার দুর্বল হতে শুরু করেছে নিন্মচাপ। ফলে, বঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকাল থেকেও নিন্মচাপ ভোগাবে। আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার এমন ইঙ্গিত দেওয়া হলেও, আস্তে আস্তে কাটতে শুরু করেছে আশঙ্কার মেঘ। জানা যাচ্ছে, ওড়িশা উপকুলের কাছে এবার দুর্বল হতে শুরু করেছে নিন্মচাপ। ফলে, বঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকুলের কাছে নিন্মচাপ দুর্বল হওয়ায় ক্রমাগত কমছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও তার পরিমান ছিঁটেফোঁটা। ফলে এবার অপেক্ষা শীতের। আস্তে আস্তে বঙ্গে শীত পড়তে শুরু করবে বলে আশা করা যাচ্ছে। আগামী সপ্তাহের শুরু থেকেই শিরশিরানি অনুভূত হতে পারে বলেও মনে করছেন হাওয়াবিদরা। তবে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে আসবে শীত!
এদিকে নিন্মচাপের জেরে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। কলকাতার পাশাপাশি বর্ধমান, হুগলী, নদিয়া সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়। এবার বৃষ্টির ভ্রুকুটি বন্ধ হয়ে আবহাওয়ার উন্নতি হচ্ছে, যার ফলে বাঙালি খুব শীঘ্রই শীতের আমেজ পেতে পারে বলেই মনে করা হচ্ছে।