শুক্রবার সকালেও নিম্নচাপের জেরে চলবে বৃষ্টি
শুক্রবার সকালের দিকেও ভোগাবে নিম্নচাপ। আকাশ পরিষ্কার হওয়ার কোনও লক্ষ্ণণ নেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জানালো আলিপুর আবহাওয়া দফতর। ধীরে ধীরে নিম্নচাপটি দুর্বল হয়ে বেলার দিকে কিছুটা পরিস্থিতির উন্নতি হবে।
নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সকালের দিকেও ভোগাবে নিম্নচাপ। আকাশ পরিষ্কার হওয়ার কোনও লক্ষ্ণণ নেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জানালো আলিপুর আবহাওয়া দফতর। ধীরে ধীরে নিম্নচাপটি দুর্বল হয়ে বেলার দিকে কিছুটা পরিস্থিতির উন্নতি হবে।
শুক্রবার সকাল থেকে বৃষ্টি দাপট থাকবে হুগলী, পূর্ব বর্ধমান, নদিয়া সহ আরও কয়েকটি জেলাতে। তবে, বেলা তিনটের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। পরিষ্কার হবে আকাশ।
মঙ্গলবার রাত থেকে নিম্নচাপের জেরে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। কখনও ঝিরঝিরে, কখনও বা কিছুটা জোরে। এক নাগাড়ে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন সকলেই। বৃষ্টিজলে নতুন করে আরও ডেঙ্গির প্রকোপ বাড়ার বিপদ দেখা দিয়েছে। প্রথমে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার আভাস দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু নতুন করে তারা জানিয়ে দিল শুক্রবার সকালের দিকে কোনও সম্ভাবনাই নেই আকাশ পরিষ্কারের।
আরও পড়ুন- ধীরে সরছে নাছোড় নিম্নচাপ, শুক্রবারও ভোগাবে বৃষ্টি