চড়ল পারদ, শীত কি তবে বিদায় নিচ্ছে? জানুন কী বলছে হাওয়া অফিস
ঝঞ্ঝার প্রভাবেই আগামী ৩-৪ দিন কলকাতা ও পাশ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আগাম জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।
নিজস্ব প্রতিবেদন: তেমন আর একটা ঠান্ডা লাগছে না! শিরশিরানি সেই ব্যাপারটাও নেই। তবে কি শীত বিদায় নিচ্ছে? আবহাওয়া দফতর কিন্তু এখনও আশ্বাস দিচ্ছে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে চলতি সপ্তাহে দার্জিলিং তথা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। ঝঞ্ঝার প্রভাবেই আগামী ৩-৪ দিন কলকাতা ও পাশ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আগাম জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। গত দুদিনে সেইভাবে শীত অনুভূত হয়নি।
আরও পড়ুন: সিজিও-তে তোড়জোড়, SVF কর্ণধার শ্রীকান্ত মোহতাকে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বর
আবহাওয়া দফতর বলছে, ৪৮ ঘণ্টায় রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উল্লেখ্য, এই সময়ে স্বাভাবিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ও গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, গত দুদিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে।
আরও পড়ুন: চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার SVF কর্ণধার শ্রীকান্ত মোহতা
তবে এখনই হতাশ হওয়ার কোনও কারণ নেই। আবহাওয়াবিদরা আশ্বস্ত করছেন, শীত এখনই বঙ্গ থেকে বিদায় নিচ্ছে না। বরং গোটা জানুয়ারিতে শীতের আমেজ দিয়েই গুটি গুটি পায়ে বিদায় নেবে শীত। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই তাপমাত্রা বেড়েছে। তবে তা কেটে গেলেই ফের নামবে পারদ। রাতের তাপমাত্রা কিছুটা নামবে। এইভাবে আগামী কয়েকদিন ওঠানামা থাকবে।