শীত বিদায়, এবার খালি পারদ চড়ার পালা, জানাল হাওয়া অফিস

আগামী ৪৮ তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Updated By: Feb 14, 2019, 01:24 PM IST
শীত বিদায়, এবার খালি পারদ চড়ার পালা, জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পরও পারদ আর নামার কোনও সম্ভাবনা নেই। ফলে শীতের কার্যত বিদায় হয়েই গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমনটাই।

আরও পড়ুন, দুই বোনের সঙ্গে সম্পর্ক, দুজনকেই বিয়ে! ভ্যালেন্টাইনস ডে-তে নিদারুণ পরিণতি স্বামীর

বৃহস্পতিবার সকালে কলকাতার তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি  কম। কিন্তু গতকালের থেকে তাপমাত্রা বেড়েছে। গতকাল বুধবার সর্বনিম্ন তাপামাত্রা  ছিল ১৫.৬। আগামী ৪৮ তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আরও পড়ুন, লাউডস্পিকার বন্ধের নামে মন্দিরে পুলিসের ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভে রণক্ষেত্র গ্রাম

তবে, পূর্বাভাস এখনও বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে সপ্তাহের শেষভাগে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তিন জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, কাল আমার বাড়িতে সিবিআই পাঠাতে পারে, আশঙ্কা মমতার

তবে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পরেও তাপমাত্রা নামার আর কোনও  সম্ভাবনা নেই। তাই শীতের বিদায় ঘণ্টা যে বেজে গিয়েছে, তা বলাই যায়।

.