হাসপাতালের সামনেই চিকিত্সকের মৃত্যু

ধীরেন্দ্রনাথ মুর্মু রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছিলেন।বুধবার রাতে হাসপাতালে কর্মরত ছিলেন।

Updated By: Feb 14, 2019, 01:02 PM IST
হাসপাতালের সামনেই চিকিত্সকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল থেকে ডিউটে সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল সরকারি হাসপাতালের চিকিত্সকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম ধীরেন্দ্রনাথ মুর্মু।

আরও পড়ুন: লাউডস্পিকার বন্ধের নামে মন্দিরে পুলিসের ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভে রণক্ষেত্র গ্রাম

ধীরেন্দ্রনাথ মুর্মু রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছিলেন।বুধবার রাতে হাসপাতালে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকেই বাড়ি যাওয়ার জন্য বেরোন। তখনই পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালের সামনে ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন, লাইনে আটকে গেল ট্রেনের চাকা! বিভ্রাটের জেরে ব্যাহত পরিষেবা

তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ধীরেন্দ্রনাথ মুর্মুর মৃত্যু হয় বলে চিকিত্সকরা জানিয়েছেন।

.