Malbazar: এলাকায় উপদ্রব ছিলই, এবার বুনো হাতির হামলায় মৃত্যু মহিলার...
Malbazar: বুনো হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতে। বন্যপ্রাণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মিনতি মুন্ডা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুনো হাতির হামলায় ফের মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতে। বন্যপ্রাণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মিনতি মুন্ডা (৪০)। তাঁর বাড়ি মাল ব্লকের কুমারপাড়ার কুচিয়া ধুরার মীরা ডিভিশনে।
আরও পড়ুন: Electrocution: রাস্তায় পাশে কলাগাছ ছুঁতেই মৃত্যু! চাঞ্চল্য ধূপগুড়িতে
বুনো হাতির হামলায় মহিলার মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। বেশ কিছুদিন ধরেই বুনো হাতির হামলাকে কেন্দ্র করে মাল ব্লকের বিভিন্ন এলাকায় চাঞ্চল্য দেখা যাচ্ছিল। গতকাল, সোমবার গভীর রাতে দুটি বুনো হাতি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে নেপচাপুর চা-বাগানে চলে আসে।
স্থানীয়দের বক্তব্য, হাতি দুটি শ্রমিক আবাসে ঢুকে ক্ষয়ক্ষতি করতে শুরু করে। মিনতি মুন্ডা সেই সময় ঘর থেকে বেরোচ্ছিলেন। বেরোতে গিয়েই পদপিষ্ট হয়ে মারা যান তিনি। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমলাই গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান রাজা শর্মা ফোনে বলেন, ধারাবাহিকভাবেই বুনো হাতির আনাগোনা চলছে। বন্যপ্রাণ বিভাগকে আরও জোরদার নজরদারি চালাতে হবে। আমরা সমস্ত মহলের কাছেই এ বিষয়ে আর্জি জানাব।
আরও পড়ুন: Murshidabad: ভয়ংকর! ৩ শিশুকে সটান গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল এক জওয়ান! তারপর?
বন্যপ্রাণ বিভাগসূত্রে জানা গিয়েছে, বিভিন্ন এলাকায় টহল চলছে। হাতির হানার খবর পাওয়া মাত্রই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।