বীরভূম: স্বামী তিন তালাক দিতেই এক ছুটে থানায় পৌঁছলেন স্ত্রী
সঙ্গে সঙ্গে এক ছুটে দুবরাজপুর থানায় পৌঁছন মিলি। সেখানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। মিলির বক্তব্য, 'আমি জানি তিন তালাক নিষিদ্ধ। তাই ভয় করিনি, থানায় অভিযোগ করেছি। এখন বিচার চাই।'
নিজস্ব প্রতিবেদন: স্বামী তিন তালাক দিতেই থানায় পৌঁছলেন স্ত্রী। দায়ের করলেন অভিযোগ। ঘটনা বীরভূমের দুবরাজপুরের।
২০১৫ সালে দুবরাজপুরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শের খাঁ-কে বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেছিলেন মিলি বিবি। পেশায় বিড়ি শ্রমিক শের খাঁ স্ত্রীকে নিয়ে বিয়ের ছয় মাস পরে ভাড়া বাড়িতে ওঠেন।। নিজেদের পছন্দে বিয়ে করলেও শের খাঁ পণ হিসাবে কানের দুল ও কুড়ি হাজার টাকা দাবি করেন। মিলির পরিবারের তরফে মেনে নেওয়া হয় সেই দাবি। মিলির দাবি, গত পরশু সেই কানের দুল চান তাঁর স্বামী। দুল দিতে অস্বীকার করলে মিলিকে তিন তালাক দেন শের খাঁ।
আরও পড়ুন - ফাটল আরও স্পষ্ট, হাত ধরার পক্ষেই সওয়াল সীতারামের
সঙ্গে সঙ্গে এক ছুটে দুবরাজপুর থানায় পৌঁছন মিলি। সেখানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। মিলির বক্তব্য, 'আমি জানি তিন তালাক নিষিদ্ধ। তাই ভয় করিনি, থানায় অভিযোগ করেছি। এখন বিচার চাই।'
স্থানীয় কাউন্সিলার শেখ নাজিরউদ্দিন বলেন, 'বিষয়টি জানতে পেরেছি। আমরা চাই ওরা আবার সংসার করুক। তাই ইসলাম মোতাবেক বিষয়টিকে মিটয়ে নেওয়ায় চেষ্টা করছি।' ঘটনার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত স্বামী শের খাঁ।। তাঁর দাবি রাগের, এই কাজ করে ফেলেছেন তিনি।