Weather Today: হাড় কাঁপানো উত্তুরে হাওয়া, শীতের মারকাটারি ব্যাটিংয়ে পারদ পতন বঙ্গে
বর্ষশেষে তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকলেও বছরের শুরুতে ফের হিমেল হাওয়ার দাপট বেড়েছে রাজ্যে।
নিজস্ব প্রতিবেদন: রবিবার থেকে বাধাহীন উত্তুরে হাওয়ায় ফের রাজ্যে জমিয়ে ব্যাটিং শুরু শীতের। বর্ষশেষে তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকলেও বছরের শুরুতে ফের হিমেল হাওয়ার দাপট বেড়েছে রাজ্যে। বছরের তৃতীয় দিনে বেশ কিছুটা পারদ পতন রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও সারা দিন ধরেই বইতে পারে উত্তরে হাওয়া।
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমবে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। তবে কলকাতা বা আশপাশের অঞ্চলে তাপমাত্রা ১ ডিগ্রি কমতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। গাঙ্গেয় বঙ্গে কনকনে উত্তুরে হাওয়ার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে।
আরও পড়ুন, Snake: মালখানায় ঘাপটি মেরে ছিল গোখরো, চোখে পড়তেই হুলুস্থুল আদালত চত্বর
তবে আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকায় জমিয়ে শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী। সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৫ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ।
হাওয়া অফিস জানিয়েছে, ৩ জানুয়ারি সোমবার সকালে রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকবে৷ একইসঙ্গে আবহাওয়া শুকনো থাকবে৷ সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে৷