Weather Today: মাস শেষে উধাও শীতের আমেজ! ৭২ ঘন্টায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি

মঙ্গলবার থেকে তিন দিনে রাতের তাপমাত্রা বাড়ল পাঁচ ডিগ্রি। সপ্তাহান্তে ফের কিছুটা পড়তে পারে শীত। অর্থাৎ পারদ পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। 

Updated By: Nov 30, 2022, 09:41 AM IST
Weather Today: মাস শেষে উধাও শীতের আমেজ! ৭২ ঘন্টায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: নভেম্বরের প্রথমদিকে শীতের আমেজ থাকলেও মাস শেষে উধাও নভেম্বরের শীত। ৭২ ঘন্টার ব্যবধানে পাঁচ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। এই প্রবণতা থাকবে আরও ২৪ ঘন্টা। মঙ্গলবার থেকে তিন দিনে রাতের তাপমাত্রা বাড়ল পাঁচ ডিগ্রি। বুধবার তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে ফের কিছুটা পড়তে পারে শীত। অর্থাৎ পারদ পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। 

আরও পড়ুন, Baranagar Student Death: ব়্যাগিংয়ের বলি? হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু, বিক্ষোভে উত্তাল বরানগর

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায়। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলেই  কনকনে ঠান্ডা উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে গাঙ্গেয় বঙ্গে। ফলে রাতের তাপমাত্রা অনেকটা বেড়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আপাতত শীতের আমেজ উধাও হচ্ছে  পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খণ্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরম অনুভূত হবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে অবশ্য জানান হয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বাড়বে রাজ্যে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা নামতে পারে অনেকটাই। সেই সময় শীতের ঝোড়ো ব্যাটিং দেখতে পারেন রাজ্যবাসী। তার আগে আপাতত জমিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে। কলকাতায় আপাতত আকাশ পরিষ্কার থাকবে। তবে আর্দ্রতা বেশ কিছুটা বাড়বে।  দিনের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯০ এর ঘরে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে প্রায় ৩০ ডিগ্রির ওপরে থাকবে। গতকাল দিনের তাপমাত্রা ছিল  ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া কেরল, তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কর্নাটক, অন্ধপ্রদেশের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেশের বাকি অংশে শীতের আমেজ। কুয়াশা হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

আরও পড়ুন, Sundarban Master Plan: সুন্দরবনের জন্য দিল্লিতে মাস্টারপ্ল্যান, নদী ভাঙন নিয়ে মোদীর কাছে সর্বদলীয় প্রতিনিধি দল রাজ্যের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.