Bengal Weather: শীতের কামব্যাক বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে, কোন কোন জেলায় শিলাবৃষ্টি?

Weather Update: শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরের কোনও কোনও জেলায়। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূবালী গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা। 

Updated By: Dec 6, 2024, 09:12 AM IST
Bengal Weather: শীতের কামব্যাক বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে, কোন কোন জেলায় শিলাবৃষ্টি?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: অবশেষে শীতের কামব্যাক রাজ্যে। উইকেন্ডে স্নোফলের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ের বাকি পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে স্নোফল। তুষারপাত, বৃষ্টি এবং শিলাবৃষ্টি হবে সিকিম সহ পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়া পরিবর্তন।

আরও পড়ুন, Mahua Maitra: মহুয়ার বিরুদ্ধে মমতাকে চিঠি ৬ তৃণমূল বিধায়কের! সাংসদের বিরুদ্ধে 'বড়' অভিযোগ...

রবি ও সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরের কোনও কোনও জেলায়। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূবালী গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা। শনি এবং রবিবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

এদিকে রাজ্যজুড়েই তাপমাত্রা নিম্নগামী, শীতের আমেজ। শুক্র ও শনিবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। দু-দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ১৫ ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

শহর কলকাতায় পরিষ্কার আকাশ। আপেক্ষিক আর্দ্রতা কমার দিকে। দিনের পারদ সামান্য বাড়লেও রাতের পারদ নামল। রাতের তাপমাত্রা ১৭.৬ থেকে কমে ১৬.৭ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৭.৪ থেকে সামান্য বেড়ে ২৮.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯৫ থেকে ৩৯ শতাংশ।

আরও পড়ুন, Suniti Kumar Pathak: নক্ষত্রপতন বাঙালির বৌদ্ধচর্চায়! প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুনীতিকুমার পাঠক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.