Suniti Kumar Pathak: নক্ষত্রপতন বাঙালির বৌদ্ধচর্চায়! প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুনীতিকুমার পাঠক
Suniti Kumar Pathak: পাঠকের অবদান শুধু ভাষাচর্চা নয়, বরং বৌদ্ধশাস্ত্র, বৌদ্ধতন্ত্র এবং ভাষার বৈচিত্র্য নিয়ে তাঁর গভীর গবেষণা বিশ্বভারতী ও অন্যান্য প্রতিষ্ঠানে বহু বছর ধরে প্রশংসিত হয়েছে।
প্রসেনজিৎ মালাকার: বৌদ্ধ পণ্ডিত সুনীতিকুমার পাঠক ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০১ বছর বয়সে শান্তিনিকেতনের অবনপল্লীর বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯২৪ সালের ১ মে পশ্চিম মেদিনীপুর জেলার মলিঘাঁটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সুনীতিকুমার পাঠক ১৯৫৪ সালে বিশ্বভারতীতে ভারত-তিব্বতী চর্চা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন এবং দীর্ঘকাল ধরে বৌদ্ধধর্ম ও তিব্বতী ভাষা নিয়ে গবেষণা করেছেন।
পাঠকের অবদান শুধু ভাষাচর্চা নয়, বরং বৌদ্ধশাস্ত্র, বৌদ্ধতন্ত্র এবং ভাষার বৈচিত্র্য নিয়ে তাঁর গভীর গবেষণা বিশ্বভারতী ও অন্যান্য প্রতিষ্ঠানে বহু বছর ধরে প্রশংসিত হয়েছে। তিনি বাংলা, তিব্বতী, পালি, প্রাকৃত, মঙ্গোলীয়, চিনা, সংস্কৃতসহ ৯টি ভাষায় পারদর্শী ছিলেন এবং সেই ভাষাগুলিতে বহু প্রবন্ধ রচনা করেছেন।
তিনি এক সময় ইউরোপ-আমেরিকা সফরও করেছেন, যেখানে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে বৌদ্ধতন্ত্র ও ভাষাচর্চার মূল্যবান দিকগুলি তুলে ধরেছেন। তাঁর সংগ্রহে থাকা প্রাচীন তালপাতার পুঁথি ভাষাচর্চার ক্ষেত্রে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। সুনীতিকুমার পাঠক তাঁর জীবন ও কাজের মাধ্যমে ভারতীয় ভাষা, সংস্কৃতি এবং বৌদ্ধতন্ত্রের গবেষণায় অমূল্য অবদান রেখে গেছেন। তাঁর প্রয়াণে বৌদ্ধশাস্ত্র ও ভাষাচর্চার জগতে একটি বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)