Weather Today: ডিসেম্বরের শেষেও ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ফের কবে পারদ পতন?

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বুধবার পর্যন্ত এই পরিস্থিতি চলার পর বৃহস্পতিবার থেকে ফের নিম্নগামী হতে পারে পারদ। শুক্র, শনি, রবিবার সামান্য করে পারদ পতন হতে পারে। তবে বছর শেষের দিনে রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে আর নামবে না বলেই পূর্বাভাস। তবে জাঁকিয়ে শীত ফের পড়তে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

Updated By: Dec 27, 2022, 09:03 AM IST
Weather Today: ডিসেম্বরের শেষেও ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ফের কবে পারদ পতন?
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর শেষে শীতের জমিয়ে ব্যাটিং তো দূর, যেন মাঠেই নামেনি। বড়দিন পেরোলেও তাপমাত্রার কোনও 'অবনতি' নেই। বরং ঊর্ধ্বমুখী পারদ৷ মঙ্গলবারে আরও বাড়ল তাপমাত্রা।  কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ সকাল থেকে কুয়াশা যেমন ছিল, সেই আধিক্য তো থাকবেই। সঙ্গে আংশিক মেঘলা আকাশও থাকবে দিনভর।

আরও পড়ুন, Siliguri: পুলিসের বাড়িতে অভিযান পুলিসের! উদ্ধার নথি, নগদ টাকা? শোরগোল শিলিগুড়িতে

কবে ফিরবে শীত? 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বুধবার পর্যন্ত এই পরিস্থিতি চলার পর বৃহস্পতিবার থেকে ফের নিম্নগামী হতে পারে পারদ। শুক্র, শনি, রবিবার সামান্য করে পারদ পতন হতে পারে। তবে বছর শেষের দিনে রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে আর নামবে না বলেই পূর্বাভাস। তবে জাঁকিয়ে শীত ফের পড়তে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। 

এরই মধ্যে রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টির কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং কালিম্পং ,মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বীরভূম এবং মুর্শিদাবাদের দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং এ। রাজ্যের বাকি কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।  

এদিকে, শীতের আমেজ কার্যত উধাও। রাজ্য জুড়ে কুয়াশা থাকবে আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা। বুধবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে বৃহস্পতিবার থেকে ফের কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এক সপ্তাহান্তের মধ্যে ফিরে আসবে শীতের আমেজ।

আরও পড়ুন, Raigunj University: চপশিল্প নিয়ে গবেষণার 'গাইড'-কে বহিষ্কার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.