Weather Today: রাতভর বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি, দুর্যোগের মেঘে তুমুল বৃষ্টির সতর্কতা জারি

রাতভর প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলযন্ত্রণার পরিস্থিতি জটিল হয়ে উঠছে৷

Updated By: Sep 20, 2021, 07:07 AM IST
Weather Today: রাতভর বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি, দুর্যোগের মেঘে তুমুল বৃষ্টির সতর্কতা জারি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  আশ্বিনেও নেই বৃষ্টি কমার লক্ষণ। রাতভর প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলযন্ত্রণার পরিস্থিতি জটিল হয়ে উঠছে৷ তুমুল বৃষ্টির জেরে জল জমেছে শহর ও শহরতলীতে৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে এর অবস্থান। ফলে বাড়ছে বৃষ্টির দাপট৷ 

গভীর নিম্নচাপ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে৷ ফলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। রাতভর বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি, জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

আরও পড়ুন, Tamluk: বিক্ষোভে তোলপাড় কংগ্রেসের বৈঠক, দলের নেতাদের গায়ে কালি ছিটিয়ে দিল বিক্ষুব্ধরা

বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বহু জায়গায় জল জমেছে। যদিও আজও সারাদিন মেঘলা থাকবে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। একইসঙ্গে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। যার জেরে বৃষ্টি হবে৷ 

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সারাদিন মেঘলা থাকবে আকাশ। সপ্তাহের শুরুতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৭১ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৭.২ মিলিমিটার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.