Tamluk: বিক্ষোভে তোলপাড় কংগ্রেসের বৈঠক, দলের নেতাদের গায়ে কালি ছিটিয়ে দিল বিক্ষুব্ধরা
এনিয়ে সাবির হোসেন বক্তব্য, আমি কিছুই জানি না। মিটিং হবে বলেও জানতাম না।
নিজস্ব প্রতিবেদন: তমলুক জেলা কংগ্রেসের এক বৈঠকে হেনস্থার শিকার হলেন দলের নেতারা। নেতাদের গায়ে কালি ছিটিয়ে দিলেন দলেরই বিক্ষুব্ধ কর্মীরা।
রবিবার তমলুকে কংগ্রেস পার্টি অফিসের সামনের এক সভাগৃহে ওই বৈঠকের আয়োজন করা হয়। উদ্দেশ্য, কোলঘাট ব্লক সভাপতি সাবির হোসেনের দলবিরোধী কার্যকলাপ নিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। সভাগৃহে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি ব্লক স্তরের নেতারাও। সব মিলিয়ে ছিলেন জনা পঞ্চাশের নেতা। আর সেখানেই বৈঠক চলাকালীন ঢুকে পড়েন দলেরই বিক্ষুব্ধ কিছু কর্মী।
আরও পড়ুন-Jadavpur: পাটনায় যাদবপুরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ২ মাস পরও অধরা অভিযুক্তরা
কংগ্রেস নেতাদের অভিযোগ, জনা কুড়ি বিক্ষুব্ধ কংগ্রেস সমর্থক হুড়মুড়িয়ে ঘরে ঢুকে সাবির হোসেন জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি হেনস্থা করেন কংগ্রেস নেতাদের। এর মধ্যেই কেউ কালি ছিটিয়ে দেয় মঞ্চে বলে থাকা নেতাদের গায়ে।
জেলা কংগ্রেস সভাপতি মানষ কর মহাপাত্র জানান, কোলাঘাটের ব্লক সভাপতি সাবির হোসেন বিধানসভা ভোটে নির্দল হয়ে লড়াই করেছিলেন। তাই আমরা আজ তাকে দল থেকে বরখাস্ত করার জন্য মিটিং ডেকেছিলাম। সেই মিটিং চলাকালীন সাবির হোসেনের অনুগামীরা এসে হেনস্থা করে আমাদের। ঘটনার সমস্ত কিছু রাজ্য নেতৃত্ব কে জানানো হবে।
আরও পড়ুন-Babul: ঝালমুড়িতেই চার কথা, ৬ বছর পর 'গোপন গপ্পো' ফাঁস করলেন দিদি-র সুপ্রিয়
এদিকে, এনিয়ে সাবির হোসেন বক্তব্য, আমি কিছুই জানি না। মিটিং হবে বলেও জানতাম না। আমাকে ডাকা হয়নি। তবে আমার অনুগামীরা কেউ ওখানে উপস্থিত হয়নি। চক্রান্ত করে আমাকে ব্লক সভাপতির পদ থেকে সরানোর চেষ্টা চলছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)