দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চায়েত নির্বাচন ফলাফল

এক নজরে দেখে নিন দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

Updated By: May 18, 2018, 05:21 PM IST
দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চায়েত নির্বাচন ফলাফল

জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত ► দক্ষিণ ২৪ পরগনা

দেশের মধ্যে জনসংখ্যার বিচারে দক্ষিণ ২৪ পরগনা ষষ্ঠ স্থানে। রাজ্যের অন্যান্য জেলার নিরিখে সবচেয়ে বড় জেলাও এটি। এই জেলার অন্যতম আকর্ষণ সুন্দরবন। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, সাড়ে ৮১ লক্ষ মানুষ বসবাস করেন এখানে। শিক্ষার হার ৭৮ শতাংশ।

জেলা পরিষদ: মোট আসন- ৮১ জেলা পরিষদ: মোট আসন- ৮১ জেলা পরিষদ: মোট আসন- -
২০১৮ ২০১৩ ২০০৮
তৃণমূল ৭৫ তৃণমূল  ৫৫ বামফ্রন্ট -
বামফ্রন্ট  বামফ্রন্ট ২৫ তৃণমূল -
বিজেপি অন্যান্য    
কংগ্রেস        
অন্যান্য        

 

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

.