পঞ্চায়েতের ৩৫ পাতার রায়ে কমিশনকে তীব্র তিরস্কার আদালতের

মনোনয়নের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত ৯ তারিখের বিজ্ঞপ্তি রাতারাতি অর্থাত্ ১০ তারিখ সকালেই বাতিল করে দেওয়ার ব্যাপারেও নির্বাচন কমিশনকে তিরস্কার করে আদালত।

Updated By: Apr 20, 2018, 10:33 PM IST
পঞ্চায়েতের ৩৫ পাতার রায়ে কমিশনকে তীব্র তিরস্কার আদালতের

নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েতের ৩৫ পাতার রায়ে নির্বাচন কমিশনকে তিরস্কার করেছেন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। নির্বাচন কমিশন যে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তা এদিনের রায়ের ২২ নম্বর পাতা থেকে শেষ পর্যন্ত ছত্রে ছত্রে উল্লেখ করেছে আদালত।

শুনানি চলাকালীন কমিশন আদালতে সওয়াল করেছিল, পঞ্চায়েত আইনের ২৪৩(o)ধারা অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না। তার প্রেক্ষিতে আদালত রায়ে বলে, ‘‘নির্বাচন কমিশন সাংবিধানিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হচ্ছে, তা দেখেও আদালত চোখ বুজে থাকবে না।’’

আরও পড়ুন: পঞ্চায়েত রায় নিয়ে বড় পদক্ষেপ তৃণমূলের!

মনোনয়নের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত ৯ তারিখের বিজ্ঞপ্তি রাতারাতি অর্থাত্ ১০ তারিখ সকালেই বাতিল করে দেওয়ার ব্যাপারেও নির্বাচন কমিশনকে তিরস্কার করে আদালত।

প্রসঙ্গত, বিরোধীদের তরফে মনোনয়ন জমা দিতে না পারা সংক্রান্ত একাধিক অভিযোগের পর দেশের শীর্ষ আদালত নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর দিয়েছিল। কিন্তু তারপরও মনোনয়ন সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলকে ভালো চোখে দেখেনি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে অসম্মান করেছে।

আরও পড়ুন: ১-এর পরিবর্তে ১৪ জুন রাজ্যে পঞ্চায়েত ভোট? বৈঠকে কমিশন

মনোনয়ন সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের ক্ষেত্রে নির্বাচন কমিশন আইনের দোহাই দিয়েছিল। কমিশনের দাবি ছিল, পঞ্চায়েত আইনের ৪৬(২) ধারা অনুযায়ী ৯ মে-র বিজ্ঞপ্তিতে আইনি ক্রটি ছিল। সেক্ষেত্রে আদালতের কটাক্ষ, যে আইনের দোহাই দিয়ে কমিশন বিজ্ঞপ্তি বাতিল করেছিল, তার ফলে নিজের সাংবিধানিক দায়িত্বের চ্যুতি হয়েছে কমিশনের।

.