সিপিএম জিততেই, অন্য প্রার্থীকে জয়ী ঘোষণা করতে 'চাপ'

মাত্র ৪ ভোটে জয়ী সিপিএম প্রার্থী। গণনার পর ফল ঘোষণা হতেই উত্তেজনা ছড়াল গণনাকেন্দ্রে। ঘটনাটি তারকেশ্বরের।

Updated By: May 17, 2018, 01:17 PM IST
সিপিএম জিততেই, অন্য প্রার্থীকে জয়ী ঘোষণা করতে 'চাপ'

নিজস্ব প্রতিবেদন : মাত্র ৪ ভোটে জয়ী সিপিএম প্রার্থী। গণনার পর ফল ঘোষণা হতেই উত্তেজনা ছড়াল গণনাকেন্দ্রে। ঘটনাটি তারকেশ্বরের।

জানা গেছে, তারকেশ্বরের ওই গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হতেই দেখা যায় তৃণমূল প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সিপিএম প্রার্থীর। কখনও ঘাসফুল শিবির এগিয়ে যাচ্ছে, কখনও কাস্তে-হাতুড়ি-তারা শিবির। শেষ মুহূর্তে গিয়ে দেখা যায়, মাত্র ৪ ভোটে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী। অভিযোগ, এরপরই উত্তেজনা ছড়ায় গণনাকেন্দ্রে। অন্য প্রার্থীকে 'জয়ী' ঘোষণার জন্য চাপ দেওয়া হয় গণনাকর্মীদের উপর।

অন্যদিকে, হুগলীর আরামবাগে ছাপ ফেললেন নির্দল প্রার্থীরা। আরামবাগের আরাণ্ডির ৩টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। সিয়ারা, রাগপুর, গোবরা এই তিনটি আসনে বুধবার পুনর্নির্বাচন হয়েছিল। গণনার পর দেখা যায়, তিনটি আসনেই জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা।

আরও পড়ুন, পঞ্চায়েত অশান্তি নিয়ে রাজ্যের রিপোর্ট 'অস্পষ্ট', ফের তলব কেন্দ্রের

উল্লেখ্য, এবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের সময় থেকে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। সোমবার ভোটের দিনও বিরোধী শিবির শাসক শিবিরের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল। 

.